সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে নয়, খাস কলকাতার রাস্তায় ভোটের প্রচারে নামলেন আদিবাসী মহিলারা। রবিবার সকালে রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে ভোট প্রচার সারলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
দু’দফায় ভোটগ্রহণ হয়ে গিয়েছে, মঙ্গলবার তৃতীয় দফায় এ রাজ্যে লোকসভা ভোট হবে পাঁচটি কেন্দ্রে। আর সপ্তম তথা শেষদফায় ১৯ মে ভোট কলকাতায়। রবিবার শ্যামবাজার এলাকায় প্রচারে বেরিয়েছিলেন কলকাতায় উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তর কলকাতার বিদায়ী সাংসদও বটে। তৃণমূল প্রার্থীর সঙ্গে ধামসা-মাদল নিয়ে মিছিলে হাঁটলেন আদিবাসী মহিলারাও। তাঁদের পরনে ছিল ঘাসফুল প্রিন্টের শাড়ি। রাস্তায় চলল সাঁওতালি নাচ, বাজল ঢাক-ঢোলও। প্রথমে পায়ে হেঁটেই জনসংযোগ করছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত অবশ্য হুডখোলা জিপে উঠে পড়েন তিনি। শুরু হয় রোড-শো। মিছিল চলাকালীন অনেক জায়গায় আবার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উপরে পুষ্পবৃষ্টি করেন সমর্থকরা।
এবার লোকসভা ভোটে কলকাতা উত্তরে লড়াই চতুর্মুখী। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাহুল সিনহাকে প্রার্থী করেছে বিজেপি। আর বামেদের হয়ে লড়ছেন কনীনিকা বোস(ঘোষ)।কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন আইনজীবী শাহিদ ইমাম। তবে জয়ের ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘ভগবান আমার বিরুদ্ধে এমন একজনও প্রার্থী দিলেন না, যাঁর ভোটে লড়াই করার অভিজ্ঞতা আছে। তাহলেই বুঝুন, কেমন লড়াই হবে!’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.