Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল-বিজেপি

পুজো কমিটির দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত রাসবিহারী অ্যাভিনিউ

মারপিটে জখম হয় দু’পক্ষের বেশ কয়েকজন৷

TMC-BJP clash on Durga Pujo in South Kolkata's Rashbehari Avenue

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:July 31, 2019 1:39 pm
  • Updated:July 31, 2019 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো কমিটির কর্তৃত্ব থাকবে কার দখলে? এই নিয়েই তৃণমূল-বিজেপি সংঘর্ষে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ। সূত্রের খবর, মারপিটে জখম হয় দু’পক্ষের বেশ কয়েকজন৷ টালিগঞ্জ থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

[ আরও পড়ুন: আন্তর্জাতিক পাচারচক্রের পর্দাফাঁস, পার্ক সার্কাস থেকে বাঘ-হাতির দাঁত-সহ গ্রেপ্তার দম্পতি]

Advertisement

জানা গিয়েছে, রাসবিহারী অ্যাভিনিউ এলাকার আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির দুর্গাপুজোর দখল নিয়ে মঙ্গলবার বিবাদে জড়ায় তৃণমূল-বিজেপি৷ তৃণমূলের দাবি, নব্বই বছরেরও পুরনো পুজো দখল নেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেজন্যই গত কয়েকদিন ধরে এলাকায় দাপাচ্ছে গেরুয়া শিবিরের লোকজন। বিজেপি নেতা সায়ন্তন বসু এলাকার এক দুষ্কৃতী ও তার দলবলকে নিয়ে মঙ্গলবার সেখানে যান বলেও দাবি ঘাসফুল শিবিরের৷ তাদের আরও দাবি, পুজো কমিটির সদস্যদের অন্ধকারে রেখেই খুঁটিপুজোর চেষ্টা করেন তারা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ৷ তাঁরাই বিজেপি নেতা ও কর্মীদের প্রতিরোধ করেন৷ ঘটনায় বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে শাসকদল৷ অন্যদিকে তৃণমূলের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে মারধরের পালটা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অজয় অগ্নিহোত্রী৷ মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি৷

[ আরও পড়ুন: সব জল্পনার অবসান, বিধাননগরের নয়া মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী ]

স্থানীয় সূত্রে খবর, বিজেপির নেতা-কর্মীদের স্থানীয় একটি ক্লাবে আটকে রাখা হয়। এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ। তারাই আটক বিজেপি নেতাকর্মীদের উদ্ধার করে। পরে অবশ্য পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছে গেরুয়া শিবির৷ প্রশাসনের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, বারবার আবেদন করা হলেও অনেক দেরি করে ঘটনাস্থলে আসে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement