রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ, ভবানীপুরে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী বিজেপির কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আগে নিজের দলের কর্মী-সমর্থকদের ঠান্ডা করান লকেট চট্টোপাধ্যায়৷
জানা গিয়েছে, ভবানীপুরের রামময় রোডে, পদ্মপুকুর সুইমিং ক্লাবের পাশে প্যান্ডেল করে স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচারের ব্যবস্থা হয়৷ লকেট চট্টোপাধ্যায়, জীবন সেন প্রমুখ বিজেপি নেতাদের অভিযোগ, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও অনুষ্ঠান চালিয়ে যেতে বাধা দেয় তৃণমূলের বেশ কয়েক জন কর্মী৷ অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় উত্তেজিত বিজেপি কর্মীদের একাংশ৷ পরিস্থিতি বেগতিক দেখে নিজের দলের নেতা-কর্মীদের ঠান্ডা করেন লকেট৷ এদিনের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড়সড় সংঘর্ষ এড়ানো গিয়েছে৷
PM Modi is addressing women self help groups via video conferencing. We had organized screening in Bhawanipur area but we were stopped by some people. TMC workers are behind this,they don’t want this program to be screened:Locket Chatterjee,BJP #Kolkata pic.twitter.com/a6TebHnu0L
— ANI (@ANI) July 12, 2018
এদিন সকালে ভবানীপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলেও শান্ত ছিল নিউটাউন৷ এদিন নিউটাউনের জগৎপুরে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দলীয় কর্মীদের পাশে বসিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শোনান দিলীপ৷ এদিন সকালে নিউটাউনের প্রমোদগড়ের জগৎপুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন মোদি৷ স্বনির্ভরতার লক্ষ্যে মহিলারা আরও কীভাবে এগিয়ে যাতে পারেন, তা নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও দীনদয়াল উপাধ্যায় যোজনা ন্যাশলান রুরাল লাইভলিহুড মিশন ও দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ যোজনা এবং রুরাল সেলফ্ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কীভাবে দেশের বাকি মহিলারা স্বনির্ভর হতে পারবেন তা নিয়েও আলোচনা করেন৷ পাশাপাশি, দেশের অর্থনীতির বিকাশে কৃষির ভূমিকা ও ভারত সরকারের অবদান প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করেন মোদি৷ যদিও, এর আগে নমোর রেডিও বার্তায় একাধিকবার বাংলা প্রসঙ্গ তুলে ধরেছেন৷ বাংলার প্রান্তিক কৃষক, চা-বিক্রেতার সাফল্যের গল্পও শুনিয়েছেন৷ এবার সরাসরি ভিডিও কনফারেন্সের মাধম্যে বাংলার সঙ্গে যোগাযোগ গড়লেন মোদি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.