সংবাদ প্রতিদিন ব্যুরো: কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অ্যালকেমিস্টকর্তা কেডি সিংকে গ্রেপ্তার করেছে ইডি। বুধবারের এই ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ধৃত অ্যালকেমিস্ট কর্তা তৃণমূলের প্রাক্তন সাংসদ। ফলে চিটফান্ড কাণ্ডে তাঁর এই গ্রেপ্তারিকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে বিঁধছে বিজেপি। পালটা জবাবে তৃণমূলের দাবি, কেডি সিংয়ের সঙ্গে এখন তৃণমূলের কোনও যোগ নেই। বরং উনি মুকুল রায় ঘনিষ্ঠ।
কেডি সিং গ্রেপ্তারি ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “এই চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন তৃণমূল নেতারা। পঞ্জি স্কিমের আড়ালে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবার তাদের সম্পত্তি বেচে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হবে।” একইসঙ্গে তাঁর কটাক্ষ, “কান টানলেই মাথা আসে। এবার রাঘব বোয়ালরা ধরা পড়বেন।”
তবে রাজ্যসভার প্রাক্তন সাংসদের গ্রেপ্তারি নিয়ে বিজেপি নেতা মুকুল রায়কে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, “কেডি সিংকে দলে এনেছিল মুকুল রায়। তাঁকে নিয়ে দলকে ভুল বুঝিয়েছিল। অ্যালকেমিস্ট থেকে টাকা পেয়েছেন মুকুল। তাঁকে এখনই গ্রেপ্তার করা হোক।” তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “কেডির দোষ থাকলে তাঁকে গ্রেপ্তার করুক। কিন্তু নির্বাচনের আগে চমক দেওযার জন্য এই পদক্ষেপ হলে তৃণমূল আন্দোলনে নামবে।”
প্রায় একই সুর শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলাতেও। বললেন, “ইডি অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা। কেডি সিং-এর দোষ দেখেছে তাই গ্রেপ্তার করেছে। তবে ওর সঙ্গে দীর্ঘদিন দলের কোনও সম্পর্ক নেই। উনি এখন আর দলের রাজ্যসভার সাংসদও নন।” সবমিলিয়ে একুশের নির্বাচনের আগে চিটফান্ড মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদের গ্রেপ্তারি ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে।
প্রসঙ্গত, এদিনই রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিংকে দিল্লির আদালতে পেশ করে ইডি। আদালতে প্রাক্তন সাংসদকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.