Advertisement
Advertisement

Breaking News

TMC

ভুয়ো ভোটার নিয়ে জেগে ঘুমোচ্ছে নির্বাচন কমিশন! সর্বদলীয় বৈঠকে তোপ তৃণমূলের

ভিন রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে, অভিযোগ তৃণমূলের।

TMC attack Election Commission on fake voter issue

রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সর্বদল বৈঠক।

Published by: Amit Kumar Das
  • Posted:March 28, 2025 9:41 pm
  • Updated:March 28, 2025 9:41 pm  

সুদীপ রায়চৌধুরী: ‘জেগে ঘুমোচ্ছে নির্বাচন কমিশন। আর সেই সুযোগে নিচের তলায় ভোটার তালিকা তৈরিতে অনিয়মের বন্যা বইছে। বারবার বলা হলেও কোনও উদ্যোগ দেওয়া হচ্ছে না।’ ভূতুড়ে ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে কমিশনের অপদার্থতার অভিযোগ তুলে সরব হল তৃণমূল। শুক্রবার রাজ‌্য মুখ‌্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ডাকা সর্বদল বৈঠকে শাসকদলের অভিযোগ, ‘ভিন রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। মহারাষ্ট্র বা দিল্লিতে যে কায়দায় ভোট হয়েছিল, সেই ফর্মুলা বাংলায় কাজে লাগানোর চেষ্টা চলছে।’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ভোটার তালিকায় বিজেপিশাসিত হরিয়ানা-গুজরাতের ভোটারদের নাম তোলার চাঞ্চল‌্যকর অভিযোগ তোলার পর দেশজুড়ে হইচই শুরু হয়। বিরোধীদের লাগাতার চাপের মুখে পরবর্তীকালে নির্বাচন কমিশন স্বীকার করে নেয় যে, বাংলার ভোটার তালিকায় থাকা বেশ কয়েক হাজার এপিক নম্বরের সঙ্গে হরিয়ানা, গুরাত ও অসমের ভোটার তালিকার এপিক নম্বরের মিল পাওয়া গিয়েছে। তা সংশোধনের কাজও শুরু হয়েছে সারা দেশে। এই প্রক্ষিতে এদিনের সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস ও জয়প্রকাশ মজুমদার। বিজেপির পক্ষে ছিলেন পার্থসারথী চট্টোপাধ‌্যায় ও প্রবাল রাহা। ছিলেন সিপিএমের শমীক লাহিড়ী ও কল্লোল মজুমদার, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ‌্যায়-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Advertisement

সূত্রের খবর, বৈঠকে ব্লক স্তরে ভোটার তালিকা তৈরির কাজে নিযুক্ত কর্মীদের ভূমিকা নিয়ে প্রবল ক্ষোভ জানিয়ে অরূপ ও সুব্রত অভিযোগ করেন, কমিশনের নজরদারির অভাবে ভোটার তালিকায় ‘জল’ থেকে যাচ্ছে। বহিরাগত ভুতুড়ে ভোটারদের নাম নথিভুক্ত করে হরিয়ানা বা মহারাষ্ট্রের মডেলে বাংলাতেও কোনও একটি দল (পড়ুন বিজেপি ) ক্ষমতা দখলের চেষ্টা করছে। কমিশনকে দ্রুত সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি করেন তাঁরা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভুতুড়ে ভোটারদের নাম তোলার অভিযোগ করে বিজেপি-র পার্থসারথী চট্টোপাধ‌্যায় বলেন, ‘‘এর আগে বিরোধী দলনেতার নেতৃত্বে ১০ লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের তালিকা কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কমিশন কী করছে আমাদের তরফে আজ তা জানতে চাওয়া হয়েছে।’

তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের জবাব, ‘‘ভোটার লিস্ট তৈরির কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয়। কোনও নাম বাদ দেওয়া, কোনও নাম যোগ করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না। এটা নির্বাচন কমিশনের কাজ। বিজেপি এসব ভাল করে জানে। তারপরও হাওয়া গরম করার জন্য বিজেপি এসব বলছে। নিজেদের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য বলছে।’’ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ‌্যায় জানান, বৈঠকে তাঁরা মৃত ভোটারদের নাম অবিলম্বে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement