Advertisement
Advertisement
DYFI Brigade Rally

‘নিট ফল তো শূন্য’, ব্রিগেডের ভিড় নিয়ে কটাক্ষ কুণালের

তৃণমূলের সুরে ব্রিগেড নিয়ে কটাক্ষ বিজেপিরও।

TMC and BJP attacks DYFI over Brigade Rally | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 7, 2024 1:55 pm
  • Updated:January 7, 2024 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় দশক বাদে সিপিএমের (CPIM) যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্যানারে ব্রিগেড সমাবেশ ডেকেছে। ভিড় নিয়ে আশঙ্কা শনিবার রাত পর্যন্ত ছিল, সে আশঙ্কা অনেকটাই কমেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাল-সাদা জনস্রোত ভিড় করছে ব্রিগেডে। DYFI নেতৃত্বের দাবি, রেকর্ড ভিড় হবে তাঁদের সমাবেশে। সেখানেই প্রশ্ন বিরোধীদের। তৃণমূল (TMC) বলছে, বামেদের ব্রিগেডে ভিড় তো বরাবরই হয়। কিন্তু তাতে নিটফল কী হয়? আসন তো সেই শূন্যই। একই কটাক্ষ বিজেপিরও।

বামেদের ব্রিগেড প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, “ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন। কিন্তু সিপিএমকে ভোট দেবেন না। ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড করেছে। তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে দেখিয়েও সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম।”

Advertisement

[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]

কুণালের আরও সংযোজন, “যাঁরা আজ লালঝান্ডা নিয়ে হাঁটবেন, চক্ষুলজ্জায় বলতে পারবেন না, তাঁদের মধ্যে কিছু মানুষ, যাঁদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পান। তাঁরা ভোট দেবেন তৃণমূলকে। আর বাকি যারা অন্ধ তৃণমূল বিরোধী তাঁদের ভোট যাবে বিজেপিতে (BJP)।” কুণালের চ্যালেঞ্জ,”সিপিএমের ক্ষমতা থাকলে ৪২টা আসনে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে। তাহলে ব্রিগেডের ভ্যালু কী আছে, ব্রিগেডের ভ্যালু নেই।”

[আরও পড়ুন: ‘ছেলে ততদিনই নিজের থাকে যতদিন বউমা না আসে’, বলছেন দেশের ‘হবু প্রধান বিচারপতি’]

কুণাল একা নন, বিজেপির তরফেও এসেছে কটাক্ষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) কার্যত একই সুরে বাম ব্রিগেডকে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, “বিধানসভার আগেও ব্রিগেড করেছিলেন বামপন্থীরা। ভরিয়েও দিয়েছিলেন। কিন্তু একটা আসনেও জিততে পারেনি। ব্রিগেড করা আসলে বামপন্থীদের একটা ঐতিহ্য। বহু বছর ধরে করে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন তাঁরা।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement