স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ এক অনুগামীর নেতৃত্বেই এম জি রোডে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। নিশীথের ওই সঙ্গীই জলের বোতলে করে পেট্রল নিয়ে এসেছিল বলে অভিযোগ। ওই ঘটনার ভিডিও ফুটেজে তাঁকে বোতল থেকে পুলিশের গাড়িতে পেট্রল ঢালতেও দেখা গিয়েছে।
অভিযুক্ত ওই বিজেপি কর্মীর নাম প্রীতিতোষ মণ্ডল তথা পুটু। তাঁর বাড়ি নিশীথ প্রামাণিকের কেন্দ্রের অন্তর্গত দিনহাটার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ছোট শাকদল পশ্চিমের ৭/৫৭ পার্টে। নিশীথের সঙ্গে পুটুর ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।
মঙ্গলবার নবান্ন অভিযানের সময় বিজেপি কর্মীরা মহাত্মা গান্ধী রোড ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের পর পেট্রল ঢেলে আগুন দেয়। ওই ঘটনায় বিজেপির পতাকা হাতে নেতৃত্ব দিতে দেখা যায় গেরুয়া পাঞ্জাবি পরা পুটুকে। সে একটি জলের বোতল থেকে গাড়িটিতে পেট্রল ঢালছিল, তার ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছিলেন, ‘‘কেন বিজেপি কর্মীরা জলের বোতলে করে পেট্রল এনেছিলেন?’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সঙ্গী ও প্রতিবেশীর নেতৃত্বে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অমিত শাহের কাছে জবাব তলবও করল ঘাসফুল শিবির।
WOULD @NisithPramanik CARE TO EXPLAIN?
This @BJP4Bengal “karyakarta” was seen torching police vehicles, creating chaos in Kolkata yesterday. The same man is seen posing for photos with MoS (Ministry of Home Affairs, YA & Sports).@AmitShah, where will you shift blame now? pic.twitter.com/GRhkCfLnjH
— All India Trinamool Congress (@AITCofficial) September 14, 2022
এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত অন্যতম মূল অভিযুক্ত-সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম দীপ সরকার। তাকেই প্রথম পুলিশের গাড়ি ভাঙচুর করতে দেখা গিয়েছে বলেই দাবি তদন্তকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.