সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল-সন্ধে গুড মর্নিং, গুড নাইট মেসেজ। দিনরাত আত্মপ্রচার! নিজের এলাকার জনসংযোগের ছবি, ভিডিও পোস্ট। দলের পরিষদীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বিধায়কদের এহেন আচরণে ‘ক্ষুব্ধ’ তৃণমূল নেতৃত্ব। তাদের স্পষ্ট নির্দেশ, গ্রুপে হাবিজাবি পোস্ট করা যাবে না। নির্দেশের পর বিধায়করা সচেতন হয়েছে বলেই দলীয় সূত্রে খবর।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দলের বিধায়কদের নিয়ে তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। মুখ্যমন্ত্রীই নির্দেশ দিয়েছিলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়কে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। নাম রাখা হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস’। সদস্য সংখ্যা ২২৫ জন। গ্রুপের অ্যাডমিন মন্ত্রী অরূপ বিশ্বাস। দল জানিয়েছে, বিধায়কদের কারও কোনও বক্তব্য থাকলে তা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারবে। দলীয় নেতৃত্বের কিছু নির্দেশ দেওয়ার থাকলে অরূপের মাধ্যমে ওই গ্রুপে জানিয়ে দেবেন। কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও গ্রুপে অন্য ধরনের পোস্ট হচ্ছিল।
অভিযোগ, সকাল-সন্ধেয় গ্রুপে ‘গুড মর্নিং’, ‘গুড নাইট’ পোস্ট করছিলেন কোনও কোনও বিধায়ক। কেউ কেউ আবার জনসংযোগের প্রমাণ স্বরূপ এলাকার কর্মসূচির পোস্ট করছিলেন। প্রথম দিন থেকেই সেদিকে নজর ছিল নেতৃত্বের। অবশেষে কড়া বার্তা দিলেন তাঁরা। তারপরই সেই সমস্ত পোস্ট করা বন্ধ করেছেন তাঁরা। এমনই খবর ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.