Advertisement
Advertisement

দিল্লিতে এককাট্টা বিরোধীরা, রাজ্যে রিজার্ভ ব্যাঙ্ক অভিযানে তৃণমূল

নোট বাতিলের রাজ্যের মানুষের সমস্যার কথা জানাতে আগামীকাল উর্জিত প্যাটেলের সঙ্গে দেখা করার কথা রাজ্যের মুখ্যসচিবের৷  

TMC Agitation in front of reserve bank
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 3:05 pm
  • Updated:December 14, 2016 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বাতিল ইস্যুতে দিল্লিতে এককাট্টা বিরোধীরা৷ একই ইস্যুতে শহরেও রিজার্ভ ব্যাঙ্কের সামনে টানা তিনদিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল৷ বুধবারই রিজার্ভ ব্যাঙ্ক অভিযান কর্মসূচি নেয় তারা৷ এদিকে এদিনই শহরে আসছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল৷ আগামীকাল তাঁর সঙ্গে দেখা করার কথা রাজ্যের মুখ্যসচিবের৷  সঙ্গে থাকবেন অর্থসচিবও৷ নোট বাতিলের ফলে রাজ্যের মানুষের সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরবেন মুখ্যসচিব৷

অন্যদিকে, সংসদে নোটবাতিলের ঘটনায় এককাট্টা ১৬টি বিরোধীদল৷ এই ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টোগোলের জেরে এদিনও পণ্ড হয়ে যায়ে সংসদের অধিবেশন৷ যদিও নোট বাতিল ইস্যুতে বিতর্কের জন্য সরকার তৈরি বলে দাবি করেন সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার৷ তবে তাঁর দাবি বিরোধীরা তা হতে দিচ্ছে না৷ বিরোধীদের পাল্টা দাবি, নোট বাতিল ইস্যুতে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না৷ নোট বাতিলের পিছনে কেন্দ্রের যে দুর্নীতি রয়েছে, তা ঢাকতেই বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, এটা চলতে পারে না৷ এদিকে বিরোধীদের পাল্টা আক্রমণ করন কিরেণ রিজিজু ও কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুও৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, রাহুলজী ধৈর্য্য হারিয়ে ফেলেছেন৷ এদিন সংসদের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন অধ্যক্ষ সুমিত্রা মহাজনও৷ তিনি বলেন ওয়েলে নেমে বিক্ষোভ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না৷

Advertisement

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement