Advertisement
Advertisement
BJP

১ লাখের বিনিময়ে পুরভোটে বিজেপির প্রার্থী! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, ভাইরাল অডিও ক্লিপ

অডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

TMC accuses BJP taking 1 Lakh for civic poll candidature in Kolkata audio goes viral | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:November 14, 2021 5:17 pm
  • Updated:November 14, 2021 5:25 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: আগামী মাসেই কলকাতায় পুরভোট (KMC Vote)। নির্বাচনে টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার একটি অডিও ক্লিপ প্রকাশ করে টিকিট বিক্রির অভিযোগ আনল তৃণমূল (TMC)। সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও অডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

বিজেপির জনৈক নেতাকে টাকার বিনিময়ে কলকাতা পুরসভার টিকিট বিক্রি করতে শোনা গিয়েছে। ১টি আসনের জন্য ন্যূনতম ১ লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছেন ওই নেতা। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও তুলে এনেছেন তিনি। এমনকী, বিজেপি প্রার্থীদের জেতাতে তৃণমূলের সঙ্গে আঁতাঁতের কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। অডিওটিতে নিজেকে বিজেপির শীর্ষনেতাদের ঘনিষ্ঠ বলেও পরিচয় দিয়েছেন তিনি। ভাইরাল ভিডিওতে যার গলা শোনা গিয়েছে তাঁর নাম প্রীতম সরকার। বিধানসভা ভোটের সময় তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন তিনি।  এই কাণ্ডে নাম জড়িয়েছে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদারের। 

Advertisement

 

[আরও পড়ুন: SKOCH Award: ফের ‘স্কচ’ পুরস্কার রাজ্যের ঝুলিতে, এবার বনদপ্তরের কাজে মিলল স্বীকৃতি]

রবিবার তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে অডিওটি প্রকাশ করা হয়। সঙ্গে লেখা হয়, “স্তম্ভিত! বাংলা বিজেপি আসন পিছু ১ লক্ষ টাকা করে চাইছে। সুকান্ত মজুমদার আপনি আত্মপ্রচারের জন্য এভাবে অর্থ সংগ্রহ করছেন?” তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও একই অভিযোগ করেছেন। তাঁর কথায়, “বিজেপি তো টিকিট দেওয়ার নামে টাকা তুলছে। এটাই ওদের সংস্কৃতি।”

 

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রীতম সরকার। তাঁর দাবি, এটি ভুয়ো অডিও ক্লিপ। এ নিয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার জানান, “আমি এসবে জড়িত নই। চক্রান্ত চলছে। প্রীতমকে আমি চিনি। আর এটা কী হয়েছে তার জবাব দেবে প্রীতম।”

[আরও পড়ুন: ফের খাস কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ২ যুবক]

ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিজেপিকে কালিমালিপ্ত করতে তৃণমূল কাউকে দিয়ে ভিডিও বানিয়ে এটা করেছে। যার নামে ভিডিও বেরিয়েছে সে আগে তৃণমূল করত। বিজেপির কোনও নেতা বা পদাধিকারী তো বলেননি যে ১ লক্ষ টাকা করে প্রার্থীর জন্য দিতে হবে। বিজেপিতে প্রার্থী পদ কোনও একজন ব্যক্তি দ্বারা নির্ধারিত হয় না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement