সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করলেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা নুর-উর-রহমান বরকতি। কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ন্যাড়া করে মাথায় কালি মাখানোর জন্য ২৫ লক্ষ টাকার ইনাম ঘোষণা করেছিলেন তিনি। সেই মন্তব্যের জন্য বিস্তর জলঘোলা হয়েছিল। এবার সেই রেশ কাটার আগেই মহিলাদের পোশাক নিয়ে কটূক্তি করলেন বরকতি। এক জনপ্রিয় সর্বভারতীয় ইংরাজি বৈদ্যুতিন মাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই অশালীন মন্তব্য করেছেন। ধর্ষণ, শ্লীলতাহানির জন্য মহিলাদের পোশাককেই দায়ী করেছেন বরকতি। আর তাতেই ফের একবার বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।
বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানির ঘটনা এখনও সবার স্মৃতিতে টাটকা। তখনও প্রখ্যাত রাজনীতিবিদ আবু আজমি মহিলাদের পোশাককেই এই ঘটনার দায়ী করেছিলেন। তাতে বিতর্কের ঝড় উঠেছিল। অক্ষয় কুমার থেকে শুরু বিরাট কোহলি, প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেছিলেন। কিন্তু বরকতির এহেন মন্তব্য ফের সেই বিতর্কে ঘি ঢালল বলে মনে করছে বিশেষজ্ঞমহল। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, মহিলাদের পোশাক দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাঁদের পোশাক আরও সুন্দর করা উচিত। এখন আর কেউ শাড়ি পড়তে চান না। ছোট থেকে বড়, সব মেয়েদেরই পোশাক আরও ছোট হচ্ছে। আর এতেই দুর্বৃত্তদের যৌনলালসা বেড়ে যাচ্ছে। মহিলাদের পোশাকই পুরুষদের অশ্লীলতার ইঙ্গিত দিচ্ছে। ছোট পোশাক পরলে তো তারা আমন্ত্রণ পাবেই।
শাহি ইমামের এমন মন্তব্যের জেরে ফের বিতর্কের আগুন জ্বলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.