ফাইল ফটো
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একমাস আগে তৈরি করা হলেও গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড (Global Advisory board) কী করছে তা রাজ্যের মানুষ বুঝতে পারছেন না। তাই সময় এসেছে এই বোর্ডটি বাতিল করে দেওয়ার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এই দাবিই জানালেন বিজেপির রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত।
দু’পাতার ওই চিঠিতে স্বপনবাবু উল্লেখ করেন, ‘আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে ২০২০ সালের ৬ এপ্রিল গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড তৈরি করার কথা ঘোষণা করেছিলেন আপনি। করোনা পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও সমাজকে পুনরুজ্জীবিত করতে এই বোর্ড সাহায্য করবে বলে জানিয়েছিলেন। এরপর আমরা দেখতে পেলাম যে প্রিন্ট মিডিয়াতে সম্পূর্ণ পাতাজুড়ে রঙিন বিজ্ঞাপন ছাপানো হল। ডিজিটাল মিডিয়াতেও এই বোর্ডের বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হল। আর কঠিন এই সময়ে পুরো ঘটনাটাই ঘটল রাজ্যের করদাতাদের টাকাতে।’
তিনি আরও লিখেছেন, ‘এই বোর্ডের গঠনের পর থেকে একমাস কেটে গিয়েছে। কিন্তু, আপনি পুরো বিষয়টাই ভুলে গিয়েছেন। তাই আমার মনে হল একমাসে এই বোর্ড কী কাজ করছে তা আপনার থেকে জানা উচিত। এখনও পর্যন্ত কি এই বোর্ডের কোনও বৈঠক হয়েছে? একটি ভিডি কনফারেন্সও কি করেছে? আসলে এই বোর্ডের কোনও মিটিং হয়েছে শুনলে পশ্চিমবঙ্গের মানুষ খুশি হবেন। যদি তা হয়ে থাকে তাহলে সেই বৈঠকের আলোচনার বিষয়বস্তু ও সুপারিশগুলি সবাইকে জানান। সাধারণ মানুষ এই ধরনের বৈঠকের কথা জানতে চান। কারণ তাঁদের টাকা খরচ করেই এই সংক্রান্ত বিজ্ঞাপনগুলি ছাপানো হয়েছিল। কোভিড-১৯ (Covid-19) -এর এই ভয়াবহ পরিস্থিতিতে যদি কোনও কাজ না থাকে তাহলে এই বোর্ড ভেঙে দেওয়ার সময় এসেছে। তার বদলে বাস্তব ইস্যুগুলিতে নজর দিলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে ভরসা জন্মাবে যে তাঁরা এই মহামারির হাত থেকে রক্ষা পাবেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.