সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: তৃণমূল কংগ্রেসের মেগা ব্রিগেড সমাবেশ ঘিরে দু’দিন আগে থেকেই শহরে ভিড় জমানো শুরু করেছেন দলের কর্মীরা। শাসক শিবিরের দাবি, প্রায় ৪০ লক্ষ লোক জড়ো হবেন এই সমাবেশে। শুধু ব্রিগে়ড নয়, গোটা কলকাতা শহরটাকেই সমাবেশের আকার দিতে চাইছেন তৃণমূল নেতারা। স্বাভাবিকভাবেই শহরে যান চলাচল নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের। তবে, বিকল্প ব্যবস্থাও করছে পুলিশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে শহরকে। যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচলও। মিছিলগুলির জন্য তৈরি করে দেওয়া হয়েছে নির্দিষ্ট রুটম্যাপ।
নিরাপত্তা বলয়ে শহর
১. থাকছে ৮ হাজার পুলিশ। ৩৫ ফুট উচ্চতার ৮টি ওয়াচ টাওয়ার।
২. শহরজুড়ে থাকবে ১৫টি বিপর্যয় মোকাবিলা দল।
৩. ১০টি কুইক রেসপন্স টিম। ১৫ অ্যাম্বুল্যান্স।
৪. ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত সব পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ।
৫. মূল পাঁচ মঞ্চের পাহারায় থাকছে কমান্ডো বাহিনী।
৬. পানীয় জলের জন্য বিভিন্ন জায়গায় পুরসভার ২০০টি জলের ট্যাঙ্ক।
৭. থাকছে শতাধিক বায়ো টয়লেট।
যে রাস্তাগুলি বন্ধ থাকছে
বন্ধ থাকছে ক্যাথিড্রাল রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন । প্রয়োজনমতো অন্যান্য রাস্তাতেও যান চলাচল হয় বন্ধ করে দেওয়া হবে, নয়তো ঘুরিয়ে দেওয়া হবে বিভিন্ন গাড়ির মুখ। কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (সদর) জাভেদ শামিম জানিয়েছেন, “ব্রিগেডে আসা গাড়ি বা বাসগুলি পার্কিং করার জন্য ময়দানের ফাঁকা মাঠগুলিকে ঠিক করা হয়েছে। মাঠ ভরতি হয়ে গেলেই বিভিন্ন রাস্তায় সেই সমস্ত গাড়ি বা বাসগুলি আটকে দেওয়া হবে। তখন গাড়ি বা বাস থেকে নেমে ব্রিগেড পর্যন্ত হেঁটে যেতে হবে।”
যে পথে মিছিল
১. হাওড়ার মিছিল ব্রেবোর্ন রোড, ধর্মতলা দিয়ে।
২. শিয়ালদহের মিছিল মৌলালি, এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলা দিয়ে ব্রিগেডে।
৩. শ্যামবাজার থেকে মিছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে।
৪. মিলন মেলার মিছিল পার্ক সার্কাস, রবীন্দ্র সদন দিয়ে।
৫. খিদিরপুর থেকে মিছিল হেস্টিংস হয়ে।
৬. হাজরা থেকে আশুতোষ মুখার্জি, জওহরলাল নেহরু রোড ধরে।
৭. পার্ক সার্কাস ময়দান থেকে পার্ক স্ট্রিট, জে এন রোড দিয়ে।
The mood is exhilarating at Brigade Parade Grounds. People are determined for #Poriborton at Centre #UnitedIndiaAtBrigade pic.twitter.com/W8WKeycTDH
— All India Trinamool Congress (@AITCofficial) January 19, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.