Advertisement
Advertisement

Breaking News

ফের দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে মৃত ৩

ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে৷

Thundershower with lightning likely to affect some parts of Kolkata
Published by: Kumaresh Halder
  • Posted:August 12, 2018 7:01 pm
  • Updated:August 12, 2018 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি৷ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হলে সোমবার সকাল থেকে টানা বৃষ্টির সম্ভাবনার রয়েছে৷ এদিকে, কেশপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তিনজনের৷ 

[আশঙ্কাজনক সোমনাথ চট্টোপাধ্যায়, আরও অবনতি শারীরিক অবস্থার]

হওয়া অফিসের পূর্বাভাস জারি হওয়ার কিছু আগেই আজ বিকালে বেশ কয়েক দফা বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরে৷ কেশপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তিনজনের৷ দুর্ঘটনায় জখম আরও এক৷ আহত ওই ব্যক্তি কেশপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ 

Advertisement

অন্যদিকে, দিঘার উপকূলে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় ফুঁসতে শুরু করেছে সমুদ্র৷ এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে ভরা কোটাল শুরু হওয়ার দরুণ সমুদ্রে তাণ্ডব শুরু হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে৷ সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে আজ রাতের মধ্যে ফেরত আসার জন্য নির্দেশ জারি হয়েছে৷ একইসঙ্গে পর্যটকদের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ দিঘা, মন্দারমণি, বকখালিতে চলছে বাড়তি নজরদারি৷ কেননা, ভরা কোটালের জেরে উত্তাল সমুদ্র৷ ফলে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে৷ পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

[গলায় কয়েন আটকে প্রাণসংশয়, দুধের শিশুকে ফেরাল চার-চারটি হাসপাতাল]

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার কোনও কোনও অংশে মাঝারি বৃষ্টি হলেও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে৷

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় ওড়িশা উপকূলে আগামী তিনদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস৷ পুরীর সমুদ্রও উত্তাল হতে শুরু করেছে বলে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement