Advertisement
Advertisement

ভোররাতে কালবৈশাখী, লণ্ডভণ্ড দশা শহর কলকাতার

কসবা, সাদার্ন অ্যাভিনিউ, ময়দান, বালিগঞ্জে ভেঙে পড়েছে গাছ।

Thunder storm hits Kolkata and suburb
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 25, 2019 9:01 am
  • Updated:February 25, 2019 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবে বসন্তের শুরুতেই যে কালবৈশাখী আসবে, তা কে জানত! সোমবার ভোররাতে প্রবল বৃষ্টি ও ঝোড়া হাওয়ায় একেবারে লণ্ডভণ্ড দশা শহরের। কসবা, সাদার্ন অ্যাভিনিউ, ময়দান, বালিগঞ্জ-সহ শহরের বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ,হোর্ডিং, ছিঁড়েছে বিদ্যুতের তার। কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলাতেও। এদিকে প্রবল ঝড়-বৃষ্টিতে শহরে তাপমাত্রার পারদ একধাক্কায় নেমেছে ৫ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায়ও ঝড়-বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখীতে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচলও।

[টাকা দিতে নারাজ বাবা, অভিমানে প্রকাশ্যে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের]

Advertisement

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির নেমেছে উত্তর ভারতে। হাওয়া বদলের মরসুমে এ রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বাস্তবে বসন্তের শুরুতে কালবৈশাখীর দাপট দেখল কলকাতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ভোরে চারটে থেকে শহর এবং সংলগ্ন অঞ্চলগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেইসঙ্গে টানা বৃষ্টি। সেই মুহূর্তে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪৪ কিমি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ কিমি। সেই হাওয়া আর তুমুল বৃষ্টিতে প্রায় লণ্ডভণ্ড হয়ে গেল কলকাতা। দুর্যোগ থামতে দেখা গেল, কসবা, সাদার্ন অ্যাভিনিউ, ময়দান, বালিগঞ্জ-সহ শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। কোথাও ঝড়ের তাণ্ডবে ভেঙেছে হোর্ডিং, তো কোথাও আবার ছিঁড়েছে তার। টালিগঞ্জের নবীনা সিনেমার কাছে প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি বাড়ির পাঁচিল ভেঙেছে। বালিগঞ্জে গাড়ির উপর ভেঙেছে বাঁশের কাঠামো। একই ছবি সল্টলেকেও। সেক্টর ফাইভে বহু জায়গা গাছে ভেঙেছে, সেন্ট্রাল পার্কে ক্ষতিগ্রস্ত হয়েছে সরস মেলার স্টলও। স্টল মেরামতি কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। এদিকে আবার শহরের কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত শহরের যান চলাচল স্বাভাবিক।

ছবি: পিন্টু প্রধান

[ মাদক ইঞ্জেকশন দিয়ে খুন? অ্যাপোলোর নার্সের মৃত্যুতে ঘনীভূত রহস্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement