Advertisement
Advertisement

Breaking News

দিনভর মেঘলা আকাশ, সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জারি সতর্কবার্তা।

Thunder squall to lash Kolkata, predicts MeT
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2018 4:25 pm
  • Updated:June 12, 2019 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর মেঘলা আকাশ। বাতাসে গুমোটভাব। তবে সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তেমনই পূ্র্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সন্ধ্যায় ওইসব জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

[বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে লাগাম, নয়া আইনের খসড়া প্রস্তুত]

Advertisement

চৈত্র শেষ হতে চলল। পয়সা বৈশাখের আর বেশি দেরি নেই। কিন্তু, কলকাতা কথা ছেড়েই দিন, দক্ষিণবঙ্গে সেভাবে কালবৈশাখী হল কই! অথচ কয়েক বছর আগেও এমনটা হত না। দিনভর চাঁদিফাটা গরমের পর,  রোজ সন্ধ্যায় যেন আকাশ ভেঙে ঝড়-বৃষ্টি নামত। ক্ষণিকের কালবৈশাখীতে আরাম পেতেন বঙ্গবাসী। আর এখন? প্রকৃতির খামখেয়ালিপনা কার্যত উধাও চৈত্র-বৈশাখ মাসের সান্ধ্যকালীন দুর্যোগ। সকালে তো বটেই, রাতেও প্রবল গরম। গলদঘর্ম অবস্থা শহরবাসী। শনিবার আবার সকাল থেকেই মেঘলা আকাশ। কিন্তু, বৃষ্টির দেখা নেই। উলটে বাতাসে গুমোট ভাব। চুড়ান্ত অস্বস্তিকর অবস্থা। তবে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে, সন্ধ্যা থেকে প্রবল ঝড়-বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবার ঝড়ের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহবিদদের পূর্বাভাস, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোডো বাতাস। আবহবিদরা জানিয়েছেন, সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ একটু একটু করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। তা থেকে ঝড়-বৃষ্টি নামতে পারে।

[সর্বভারতীয় স্তরে একাদশ থেকে নেমে বিশ্বভারতীর স্থান ৩১তম]

এই মরসুমে এখনও পর্যন্ত একদিনই কালবৈশাখী হয়েছে কলকাতায়। ১ এপ্রিল শহরের উপর দিয়ে ৮৫ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছিল। সঙ্গে মুষলধারায় বৃষ্টি আর ঘনঘন বজ্রপাত। একধাক্কায় তাপমাত্রা কমেছিল প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, তারপর আবার যে কে সেই!

[অনুব্রতর নির্দেশ মেনে ভোট ‘উৎসবে’ বীরভূমে ব্লকে ব্লকে গুড়-বাতাসা বিলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement