প্রতীকী ছবি।
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: হোর্ডিং লাগাতে গিয়ে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকাশ্রমিকের। আহত আরও দুই শ্রমিক গুরুতর অসুস্থ অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে টালিগঞ্জ ট্রাম ডিপো চত্বরে। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই টালিগঞ্জ ট্রাম ডিপো এলাকায় একটি বিশালাকৃতির হোর্ডিং লাগানোর কাজ চলছিল। শনিবার সকালে জাহাঙ্গীর মোল্লা (৩০) , বিকাশ বেরা (৩০) ও লক্ষ্মী মণ্ডল নামে দক্ষিণ ২৪ পরগনার ৩ জন ঠিকাশ্রমিক বাঁশের ভাড়ায় উঠে হোর্ডিং-এর কাজ করছিলেন। সূত্রের খবর, যেখানে তাঁরা কাজ করছিলেন তার পাশেই একটি বিদ্যুৎবাহী তার ঝুলছিল। কাজ চলাকালীন আচমকা সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ৩ শ্রমিক। তড়িদাহত হয়ে ভাড়া থেকে নিচে পড়ে যান ৩ জনই। শহরের প্রাণকেন্দ্রে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমান পথচলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ। তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই মৃত্যু হয় জাহাঙ্গির মোল্লা নামে এক শ্রমিকের। বাকি ২ শ্রমিক গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, যে ঠিকাদারের অধীনে হোর্ডিং লাগানোর কাজ করছিলেন ওই শ্রমিকেরা, পুলিশের তরফে তাকে ডেকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার হোর্ডিং লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন একাধিক শ্রমিক। মৃ্ত্যুও হয়েছে বেশ কয়েকজনের। তা থেকেও কার্যত শিক্ষা নেয়নি শ্রমিক মালিক কোনও পক্ষই। সেইকারণেই বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.