Advertisement
Advertisement

Breaking News

বাগুইআটিতে উদ্ধার বাবা-মা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ

ভারী বা ভোঁতা অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে তিন জনকে, অনুমান পুলিশের৷

Three members of a family brutally murdered in Baguiati, 6 detained
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 10:51 am
  • Updated:May 20, 2023 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার হল বাগুইআটিতে৷ রবিবার গভীর রাতে অর্জুনপুরের পশ্চিমপাড়ার একটি বাড়ি থেকে ৬০ বছরের জ্ঞানেন্দ্র মিত্র, তাঁর স্ত্রী বিমলা মিত্র (৫৫) ও  মেয়ে সোমা মিত্রের (২৭) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়৷ ঘটনায় তিন মহিলা সহ ৬ জনকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ৷

এদিন গভীর রাতে পুলিশের কাছে ফোন আসে পশ্চিমপাড়ার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, খাটের উপর তিন জনের মৃতদেহ পড়ে রয়েছে৷ ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল৷ বিভিন্ন স্থানে রক্তের দাগও লেগেছিল৷ তবে লুঠপাটের কোনও চিহ্ন ছিল না বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভারী বা ভোঁতা অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুব করা হয়েছে তিন জনকে৷ মৃতদেহে পচনও ধরেছিল৷ সেই কারণে পুলিশের ধারণা, প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে ঘটেছে এই খুনের ঘটনা৷

আপাতত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ আটক ছয় জনের জিজ্ঞাসাবাদ চলছে বাগুইআটি থানায়৷ প্রতিবেশী ও আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement