বিধান নস্কর, সল্টলেক: মেয়ের বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে অঘটন। বাস ও গাড়ির ধাক্কায় মৃত্যু একই পরিবারের তিন সদস্যের। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে লেকটাউনের ঘড়িমোড়ে।
সোমবার ভোররাতে ভিআইপি রোডের বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি গাড়ি। তাতেই ছিলেন রাঠি পরিবারের সদস্যরা। সিগন্যালে দাঁড়ায় চারচাকা গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে একটি ৪৪ নম্বর রুটের বাস গাড়িটিতে ধাক্কা মারে। গাড়িটি প্রায় দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করা হয়। গাড়ির ভিতরে থাকা প্রায় সকলেই গুরুতর জখম হন। তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে তিনজনের। কনের বাবা শিবশংকর রাঠি, দাদা শিবরতন রাঠি ও ঠাকুমা কমলাদেবীর রাঠির মৃত্যু হয়। গাড়িচালকের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় ৪৪ নম্বর রুটের বাসটিতে কোনও যাত্রী ছিল না। যান্ত্রিক ত্রুটি নাকি অতিরিক্ত গতির জেরে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.