Advertisement
Advertisement
ED

অভিষেককে জেরার দিনই কয়লা-গরুপাচার মামলায় দিল্লির ৩ ইডি অফিসারকে তলব কালীঘাট থানার

সূত্রের খবর, পুরনো মামলায় তাঁদের তলব করা হয়েছে।

Three ED officers of Delhi summoned by Kalighat PS linked to Coal and cattle smuggling case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 20, 2022 5:56 pm
  • Updated:March 20, 2022 6:39 pm  

অর্ণব আইচ: কয়লা ও গরু পাচার কাণ্ডে এবার দিল্লির ইডি (ED)অফিসারদের তলব করল কালীঘাট থানা। সোমবার দুপুর ১২টা নাগাদ তাঁদের হাজিরা দিতে হবে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, দিল্লির ৩ জন ইডি অফিসারকে কালীঘাট থানায় (Kalighat PS) ডাকা হয়েছে। এঁরা সকলেই কয়লা ও গরুপাচার কাণ্ডের তদন্তের সঙ্গে জড়িত। পুরনো একটি মামলায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সোমবারই দিল্লির ইডি অফিসে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সূত্রের খবর, আগে গরু (Cattle) ও কয়লা পাচার (Coal scam)কাণ্ডের মামলায় দিল্লির ২ অফিসারকে কালীঘাট থানায় তলব করা হয়েছিল। তাতে দিল্লি হাই কোর্টের স্থগিতাদেশ দেওয়ায় স্বস্তি মেলে ওই অফিসারদের। ফলে সেবার আর দিল্লি থেকে কলকাতায় এসে কালীঘাট থানায় হাজিরা দিতে হয়নি। তবে এবার সেই মামলা গোয়েন্দা দপ্তরের আওতাধীন। নতুন করে তদন্ত শুরু হওয়ার কথা। এবার ফের ওই ২ অফিসার-সহ ৩ জনকে তলব করল কালীঘাট থানা। সূত্রের খবর, তদন্তকারী অফিসারের (IO) সহকারী ও সুপারভাইজিং অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: জোর করে বিয়ে দিয়েছিল বাবা, দু’বছর সংসার করার পর পুরনো প্রেমিককে সঙ্গে নিয়ে আত্মঘাতী বধূ]

সূত্রের আরও খবর, কয়লা ও গরু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কলকাতা থেকে ধৃত ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার সূত্র ধরে দিল্লির ইডি অফিসারদের তলব করা হল। প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার আরেক ব্যবসায়ী লালা ওরফে অনুপ মাজির ঘনিষ্ঠ গণেশ বাগাড়িয়া। তাঁর সঙ্গে ইডি অফিসারদের কথোপকথনের  অডিও ফাঁস হওয়ার সূত্র ধরে এই তলব কালীঘাট থানার তরফে। তবে বিশেষজ্ঞ মহলের একাংশের মত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে,  ঠিক সেইদিনই ইডি অফিসারদের কালীঘাট থানায় তলব বিশেষ তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্ক থেকে সরে আসতে চাওয়ার ‘শাস্তি’, প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ল যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement