Advertisement
Advertisement

Breaking News

আত্মঘাতী বিস্ফোরণে কলকাতা বিমানবন্দর ওড়ানোর হুমকি, চলছে তল্লাশি

স্নিফার ডগের সাহায্যে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় বিমানবন্দর চত্বরে৷

Threat call to blow up kolkata airport, investigation goes on
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 11:46 am
  • Updated:September 7, 2016 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া স্টেশনে বোমাতঙ্কের পর এবার আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে৷ মানব বোমায় বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে লালবাজারে৷ সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি৷ এখনও তা জারি রয়েছে৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত একটা নাগাদ লালবাজারে আসে এই হুমকি ফোন৷ এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি৷ স্নিফার ডগের সাহায্যে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় বিমানবন্দর চত্বরে৷ এদিকে সকাল ৯.২৫ নাগাদ ফের বিধাননগর থানায় বিমানবন্দর ওড়ানোর হুমকি দিয়ে ফোন আসে৷ দুই হুমকি ফোনের জেরে চূড়ান্ত সতর্কতা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে বন্দর৷ যদিও এখনও পর্যন্ত আশঙ্কাজনক কিছু মেলেনি৷ তবে বিমানবন্দরে আসা সমস্ত গাড়ি থেকে শুরু করে গেটের মুখেও চালানো হচ্ছে জোর তল্লাশি৷

Advertisement

ঘটনায় অরুণাভ সিনহা নামে এক ব্যক্তিকে ডানকুনি থেকে আটক করল বিধাননগর কমিশনারেট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement