সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের অনুমতি মেলার পর শনিবার ব্রিগেড ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভায় কী বললেন সংঘপ্রধান মোহন ভাগবত, পড়ুন গুরুত্বপূর্ণ নির্যাস:
বক্তব্য শেষ করলেন মোহন ভাগবত।
হিন্দু ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ বানাতে হবে।
হিন্দু সমাজের উন্নতি সাধন কারও একার কাজ নয়, সমগ্র সমাজের কাজ।
সবাইকে ভালবাসতে হবে, সবাইকে বন্ধু ভাবতে হবে।
নানা বাধা এসেছে, সংঘ থেমে থাকেনি। ভবিষ্যতেও এগিয়ে যাবে।
৯০ বছর ধরে সংঘ তার মিত্রদের সংঘে সাধনা করে, দেশপ্রেমের গান গায়।
কোনও বাধায় ভয় পাব না, সংক্রান্তির দিন হিন্দুদের এই সংকল্প নিতে হবে।
আরএসএস কোনও ধর্মের বিরোধী নয়, আমাদের মূল লক্ষ্য হিন্দুসমাজকে সংগঠিত করা ও শক্তিশালী করা।
We are not working against anyone but only working to unite the Hindu community and for its empowerment: RSS Chief Mohan Bhagwat
— ANI (@ANI_news) January 14, 2017
বিনা বাধায় কাজ করতে ভাল লাগে না। বাধা এলেই জয় করে আনন্দ।
সুপ্রিম কোর্টও বলছে, হিন্দুত্ব কোনও সীমিত বিচারধারা নয়, এটা ভারতের জীবনধারা।
ভারত হিন্দুদের পবিত্র ভূমি।
অন্যকে দোষ না দিয়ে হিন্দু সমাজকে সংগঠিত করতে হবে।
মহাশক্তির জাগরণ করতে হবে।
ঈশ্বরও দুর্বলের পক্ষে থাকেন না।
বিবেকানন্দ বলতেন, দুর্বল হবে না।
যাঁর শক্তি রয়েছে, তাঁকে সবাই প্রণাম করে।
নিজেদের জীবনে দেশপ্রেম, অনুশাসন গড়ে তুলতে হবে।
নিজেদের দুর্দশার জন্য অন্যকে দোষ দিও না। আমাদের এক হয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
হিন্দুদের দেশেই কি তাঁর প্রতিষ্ঠা রয়েছে? বিশ্বে কী করে হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হবে?
কিন্তু এই দেশে হিন্দুদের স্বতন্ত্রতা নেই।
হিন্দু ধর্মের ইতিহাস সমৃদ্ধ।
RSS Sarasanghachalak Sri Mohan Bhagwat addressing gathering of RSS Swayamsevaks at iconic Brigade Parade Ground, Kolkata. #RSSwaveInBengal pic.twitter.com/HEFXXi4X7i
— Rajesh Padmar (@rajeshpadmar) January 14, 2017
সূর্য কোনওদিন অস্ত যায় না। পৃথিবী যখন সূর্যকে পিঠ দেখায়, তখন সেখানে অন্ধকার নেমে আসে।
দেশের জন্য মরতে রাজি, এমন হিন্দু সমাজ তৈরি করতে হবে।
আমাদের সংগঠনে ব্যক্তি স্বার্থের কোনও স্থান নেই।
হিন্দু সমাজকে সংগঠিত করতে হবে।
বক্তৃতা দিচ্ছেন মোহন ভাগবত।
West Bengal: RSS Chief Mohan Bhagwat speaking at a RSS programme in Kolkata pic.twitter.com/edzIDwawqh
— ANI (@ANI_news) January 14, 2017
সংঘ পরিবার দেশের প্রাচীনতম রীতি মেনে উৎসব পালন করে।
মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন সংঘ প্রধান।
West Bengal: RSS Chief Mohan Bhagwat at a RSS event in Kolkata pic.twitter.com/mAY2mhnRuN
— ANI (@ANI_news) January 14, 2017
(ব্রিগেডেই আরএসএসের সভা, অবশেষে অনুমতি আদালতের)
(ব্রিগেডে মোহন ভাগবতের সভার অনুমতি মিলল না, হাই কোর্টের দ্বারস্থ সংঘ)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.