সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান কলকাতার বুকে আঘাত হানার পর কেটে গিয়েছে সপ্তাহখানেক। তবে এখনও স্বাভাবিক হয়নি শহর। রাস্তায় পড়ে আছে গাছ। কোনও কোনও এলাকায় নেই বিদ্যুৎ। অমিল জল পরিষেবাও। তার ফলে ক্রমশই চড়ছে ক্ষোভের পারদ। চলছে অবরোধ, বিক্ষোভ। এই পরিস্থিতিতে আবারও টুইটে রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।
বুধবার সকালে তিনি পরপর তিনটি টুইট করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে ওই টুইটে রাজ্যপাল লেখেন, “বিদ্যুৎ, জল এবং অন্যান্য জরুরি পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে হবে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় মানুষের যে ভয়ংকর দুর্দশার খবরাখবর পাচ্ছি তা এতই হৃদয়বিদারক যে সেসব আর এখানে নাই বা বললাম। এটা সংবাদমাধ্যমে বড় বড় কথা বলার সময় নয়। বরং দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়াই প্রয়োজন।”
Electricity, water and essential services be normalized urgently.
Do not wish to share horrendous sufferings inputs from various parts of Kolkata and outside.
This is no time to engage in tall claims @mamataofficial in media. Need of hour is to engage in relief on ground.(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 27, 2020
আমফান পরবর্তী পরিস্থিতিতে শহরকে স্বাভাবিক করতে কলকাতা পুরসভাকে সঠিক কাজ করতে পারেনি বলে অভিযোগ উঠছিল। মঙ্গলবার মন্ত্রী সাধন পাণ্ডের বিস্ফোরক মন্তব্যের পর যেন সাধারণ মানুষের অভিযোগ সিলমোহর দেওয়া হয়েছে। যদিও পালটা মন্ত্রী সাধন পাণ্ডেকে এ বিষয়ে তোপ দেগেছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তা নিয়েই রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। এই প্রসঙ্গ উল্লেখ করেও এদিন টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, “বরিষ্ট মন্ত্রীরা যখন তাঁদের মতদ্বন্ধ জনসমক্ষে নিয়ে আসেন বা বিধায়ক জনরোষের শিকার হন, তখন বাস্তবচিত্রটা বড্ড বেশি প্রকট হয়ে পড়ে। গ্রামীণ এলাকার অবস্থা এখনও খুবই ভয়াবহ, সেইদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। ওই এলাকাগুলিকে উপেক্ষা করা যায়না। এখন পরস্পরকে দোষারোপ করা বা বলির পাঁঠা খোঁজা বন্ধ হওয়া দরকার।”
The situation would not have been so frightening if instead of politics, attention was paid to preparation at the right time.
Scenes of senior ministers in public spat (तूँ तूँ मैं मैं ) and MLA’s public thrashing are a depiction of the actual situation.(2/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 27, 2020
বারবারই রাজ্যপাল অভিযোগ করেছেন, তাঁকে অন্ধকারে রেখেই রাজ্য সরকার নিজের মতো করেই সমস্ত কাজ করে থাকে। করোনা পরিস্থিতির পর আবারও সেই একই কথা টুইটে উল্লেখ করেন রাজ্যপাল। সাংবিধানিক পদমর্যাদার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব, যেন সাংবিধানিক রীতি মেনে আমাকে পরিস্থিতির আপডেট দেন।”
There must be end to blame game and finding scapegoats.
Attention also be focused on rural areas where the situation continues to be frightening. These areas cannot be neglected.
Urge @MamataOfficial to update me on the situation as expected under constitution. (3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 27, 2020
রাজ্যপাল হিসাবে এ রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন রাজ্যপাল। সোমবারের এই টুইটের পর যে রাজভবন-নবান্নের মধ্যে আবারও সংঘাত মাথাচাড়া দেবে, তা নিয়ে কোনও সংশয় নেই বলেই দাবি রাজনৈতিক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.