Advertisement
Advertisement

Breaking News

Thief bought a bike

বাথরুমে হোটেল ম্যানেজার, টাকা সমেত প্যান্ট হাতিয়ে বাইক কিনল চোর

খাস কলকাতার কাণ্ডে নড়চড়ে বসল পুলিশ, গ্রেপ্তার অভিযুক্ত।

Thief bought a bike by stealing pants including money at Kolkata | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 27, 2022 12:18 pm
  • Updated:April 27, 2022 12:18 pm  

অর্ণব আইচ: চুরির (Theft) জন্য তাকে শহরে রেইকি করতে বেরোতে হয়। তার জন্য একটা বাইকের প্রয়োজন ছিল। হোটেলের ম্যানেজারের প্যান্ট হাতিয়ে সেই কাজ সেরেও ফেলেছিল চোর। কিন্তু শেষরক্ষা হল না। আসলে বাথরুমে ঢুকেছিলেন হোটেল ম্যানেজার। বাইরে ছেড়ে গিয়েছিলেন প্যান্টটি, যাতে ছিল কয়েক হাজার টাকা। টাকাসুদ্ধ সেই প্যান্ট হাতিয়েই রীতিমতো পুরনো বাইক কিনে ফেলেছিল দুষ্কৃতী। কোনওমতে লজ্জা নিবারণ করে ম্যানেজারকে বাথরুম থেকে বেরতে হয়। শেষ পর্যন্ত তিনি দ্বারস্থ হন পুলিশের। তদন্ত করে বাগুইআটি থেকে অভিযুক্ত কানাই শাহ ওরফে রাজা নামে ওই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজার কাছ থেকে উদ্ধার হয়েছে হোটেল ম্যানেজারের প্যান্ট। উদ্ধার করা হয়েছে সেই বাইকটিও।

পুলিশ জানিয়েছে, দিন তিনেক আগে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকার একটি হোটেলে এই ঘটনাটি ঘটে। দুপুরে হোটেলের ছাদ লাগোয়া বাথরুমের বাইরে প্যান্ট রেখে ভিতরে যান ম্যানেজার। বেরিয়ে এসে দেখেন প্যান্ট উধাও। সেই সঙ্গে খোয়া গিয়েছে প্যান্টের ভিতর থাকা ৩০ হাজার টাকা, একটি মোবাইল, চাবির গোছা। বোঝা যায়, দুষ্কৃতী পাইপ বেয়ে ছাদে উঠে প্যান্ট নিয়ে পালিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি]

লেক থানার পুলিশ হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে দুষ্কৃতীকে শনাক্ত করে। মোবাইলের সূত্র ধরে বাগুইআটি থেকে গ্রেপ্তার করার পর পুলিশের কাছে ১৯ বছরের ওই তরুণ কানাইয়ের দাবি, এই বয়সেই সে রীতিমতো চুরিতে হাত পাকিয়েছে। চুরির জন্য তাকে শহরময় ঘুরে রেইকি করতে হয়। কিন্তু বাসে করে যাতায়াতে আর পোষাচ্ছে না। তাই বাইকের প্রয়োজন হয়। ওই হোটেলের উপর অনেকদিন ধরেই তার নজর ছিল।

[আরও পড়ুন: মে মাসে ফের ‘দুয়ারে সরকার’, বুধবারই একাধিক ইস্যু নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী]

সেদিন পাইপ বেয়ে ছাদে উঠেই দেখতে বাথরুমের বাই ওই প্যান্ট রাখা। সেটিতে স্পর্শ করতেই বুঝতে পারে, ভিতরে রয়েছে টাকা ও মোবাইল। সেই টাকা আগাম দিয়ে পুরনো বাইকটি কিনে ফেলে সে। যদিও মোবাইলটি বিক্রির আগেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement