Advertisement
Advertisement

Breaking News

salt lake

খাস কলকাতায় একাকী বৃদ্ধাকে অচৈতন্য করে লুঠ! উধাও গয়না-নগদ টাকা

বৃদ্ধাকে খুনের চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ।

Theft at salt lake, investigation started
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 24, 2024 6:22 pm
  • Updated:November 24, 2024 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা। ইঞ্জেকশন দিয়ে তাঁকে অচৈতন্য করে লুঠপাট চালানোর অভিযোগ। সন্দেহের তির পরিচারক-সহ আরও এক পরিচিতের দিকে। অভিযোগ, বৃদ্ধাকে খুনের চেষ্টাও করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা ওই বৃদ্ধা। একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। অবসর গ্রহণ করেছেন আগেই। স্বামীর সঙ্গে সল্টেলেকের ফ্ল্যাটে থাকতেন তিনি। মাস খানেক আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। সেই থেকে একাই থাকতেন তিনি। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগায় আততায়ীরা। বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে প্রথমে অচৈতন্য করা হয়। তার পর দেদার লুঠপাট চালানো হয়। নগদ ৩ লক্ষ টাকা ও সোনা হাতিয়ে নেয় আততায়ীরা। শ্বাসরোধ করে বৃদ্ধাকে খুনের চেষ্টাও করা হয়। তবে বরাতজোরে প্রাণে বেঁচে যান তিনি।

Advertisement

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনার নেপথ্যে রয়েছে বৃদ্ধার পরিচিতরাই। কারণ পরিচিত না হলে বৃদ্ধার ফ্ল্যাটে প্রবেশের অনুমতি মেলার কথা নয়। দ্বিতীয়ত, অচৈতন্য করার ক্ষেত্রেও পরিচিত হলে সমস্তটা অনেকটা সোজা হয়ে যায়। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, এর সঙ্গে যোগ থাকতে পারে পরিচারকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement