অর্ণব দাস, বারারকপুর: কলকাতা সফরে মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন (Prithvirajsing Roopun)। সোমবার সকালে সস্ত্রীক পুজো দিলেন দক্ষিণেশ্বরে। ঘুরে দেখলেন বেলুড় মঠ। কথা বললেন মহারাজদের সঙ্গেও।
তিনদিনের জন্য সস্ত্রীক কলকাতা সফরে এসেছেন পৃথ্বীরাজ সিং রূপন। সোমবার সকালে তাঁরা পৌঁছে যান দক্ষিণেশ্বরে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। মন্দিরে প্রবেশ করার মাত্রই তাঁদের স্বাগত জানান মন্দিরের অছি কুশল চৌধুরী। এরপর মা ভবতারিণীর পুজো দেন মরিশাসের রাষ্ট্রপতি। প্রায় ৪৫ মিনিট দক্ষিণেশ্বর মন্দিরে কাটান তাঁরা। এরপর শিব মন্দির দর্শন করেন তিনি। পৃথ্বীরাজ সিং রূপন যান গঙ্গার ঘাটেও। ঘুরে দেখেন বেলুড়। বেশ কিছুক্ষণ মহারাজদের সঙ্গে কথা বলেন। তারপর যান রামকৃষ্ণ দেবের ঘরে। রাধা-কৃষ্ণ মন্দিরেও।
প্রসঙ্গত, একজন আইনজীবী রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। ২০১৯ সালের ২ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব পান তিনি। কলকাতায় একটি একটি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মরিশাসের রাষ্ট্রপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.