Advertisement
Advertisement
Durga Puja 2023

Durga Puja 2023: অষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজোয় রাজ্যপাল, দিলেন অঞ্জলি

কুণাল ঘোষ নিজে রাজ্যপালকে বোঝালেন থিম।

The Governor offered anjali at Kunal Ghosh's Durga Puja | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 22, 2023 10:52 am
  • Updated:October 22, 2023 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর সকালে কুণাল ঘোষের (Kunal Ghosh) দুর্গাপুজো অর্থাৎ রামমোহন সম্মিলনীতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিলেন অঞ্জলি। কুণাল ঘোষ নিজে রাজ্যপালকে বোঝালেন থিম।

 রাজ্য-রাজ্যপাল সম্পর্ক দীর্ঘদিন ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে।  তৃণমূলের তরফে একাধিকবার আক্রমণ করা হয়েছে তাঁকে। পালটা দিতেও ছাড়েননি তিনি। তবে পুজোয় আবহে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ খানিকটা বদলেছে। সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন কুণাল। এবার অষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজো অর্থাৎ রামমোহন সম্মিলনীতে হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

Advertisement

[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]

এদিন সকালে নির্দিষ্ট সময়ে রামমোহন সম্মিলনীতে পৌঁছন রাজ্যপাল। প্রথমে কুণাল ঘোষ তাঁকে গোটা মণ্ডপটি ঘুরিয়ে দেখান। বোঝান থিম ভাবনা। এর পর অষ্টমীর অঞ্জলি দেন রাজ্যপাল। তার পর ফিরে যান তিনি। এদিন কুণাল ঘোষ বলেন,  “রাজ্যপাল ঘরোয়া পুজোয় সামিল হতে চেয়েছিলেন। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেছেন। এটা একদমই ব্যক্তিগত সম্পর্ক। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

[আরও পড়ুন: রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement