সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের শিল্পায়নে আরও গতি আনতে আজ, শুক্রবার কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিক শুভ সূচনা হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের৷ এটি বাংলায় তৃতীয় বাণিজ্য সম্মেলন৷ এদিন মিলনমেলায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে বিজনেস সামিটের আলাদা গুরুত্ব রয়েছে৷ গতবারও আড়াই লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছিল৷ এবার বিদেশি প্রতিনিধিদের ভিড়ে সেই সংখ্যা কোথায় দাঁড়াবে, তা নিয়ে কৌতূহল রয়েছে৷ কারণ, রেকর্ড সংখ্যক ২৯টি দেশের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন৷ ফোকাস এগারোটি ক্ষেত্রে৷ দেশ-বিদেশের নামী শিল্পসংস্থার কর্তারা ছাড়াও রয়েছেন বিভিন্ন দেশের মন্ত্রী-রাষ্ট্রদূত ও দেশ-বিদেশের বণিকসভার প্রতিনিধিরা৷ এবারের শিল্প সম্মেলন যে অন্য মাত্রা পাচ্ছে, তাতে সন্দেহ নেই৷ পাশাপাশি নোট বাতিলের প্রেক্ষিতে সারা দেশে মন্দা পরিস্থিতির মধ্যে রাজ্য কতটা ব্যতিক্রমী হয়ে ওঠে, তাও দেখার৷
দু’দিনের এই সম্মেলনকে ঘিরে সেজে উঠেছে কলকাতা৷ আলোকমালা দিয়েও সাজানো হয়েছে সম্মেলন-চত্বর৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা আগত শিল্পপ্রতিনিধিদের সংবর্ধনা দেন। উদ্বোধনের পর স্টার্ট আপ ও উদ্যোগপতিদের সূচনা অধিবেশন হয়৷ বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে আলোচনা ও বৈঠকমূলক সেশন চলবে দেড় ঘণ্টা ধরে৷ বিভিন্ন্ দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যেও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন৷ ২১ জানুয়ারি সকাল থেকেই ফোকাস এগারোটি সেক্টর নিয়ে আলাদাভাবে আলোচনা৷ এক একটি অডিটোরিয়ামে এক একটি বিষয়ে আলোচনা৷ সমুদ্র, অন্তর্দেশীয় জলপথ, অসামরিক বিমান ও পরিবহণের পরিকাঠামো নিয়ে যেমন আলোচনা হবে তেমনই প্রতিরক্ষা, ক্রীড়া সরঞ্জাম, উত্পাদনমূলক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন বা খনিজ, শক্তি, রাসায়নিক, সার নিয়ে আলোচনা চলবে৷ খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন, মত্স্য, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প নিয়ে আলোচনা হবে৷ স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তি ও সেই সংক্রান্ত পরিষেবা, নগরোন্নয়ন ও ক্রীড়া পরিকাঠামো, অর্থ বিষয়ক ও আইনি সংক্রান্ত পরিষেবা, আতিথেয়তা-পর্যটন ও বিনোদন সংক্রান্ত বাণিজ্য নিয়ে আলোচনায় উঠে আসবে নানা সম্ভাবনা৷ দুপুরে বিশেষ অধিবেশনে স্টার্ট আপকে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ কাণ্ট্রি সেশন ছাড়াও এশিয়ার উত্থানে উজ্জীবিত বাংলা নিয়ে গোলটেবিল আলোচনা থাকছে৷ পোশাকাদি শিল্প নিয়েও আলোচনা হবে৷ শেষে শিল্পপতি ও বাণিজ্যিক প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করবেন৷ সেখানে রাজ্যে শিল্প বিনিয়োগের চিত্রটি পুরো পরিষ্কার হয়ে যাবে৷ দেখে নিন সম্মেলনের সুচনার প্রাক মুহূর্তের ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.