Advertisement
Advertisement
Alipore

সাহিত্য নিয়ে পড়তে দেয়নি পরিবার, অভিমানে হস্টেলের ভিতরেই আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং ছাত্রীর!

মৃতদেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোট।

The dead body of the student was recovered from the women's hostel in Alipore

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:April 13, 2024 1:48 pm
  • Updated:April 13, 2024 1:48 pm  

অর্ণব আইচ: ফের শহরে এক ইঞ্জিনিয়ারিং (Engineering) ছাত্রীর মৃত্যু। শুক্রবার আলিপুর কলেজের মহিলা হস্টেল (Alipore College Women Hostel) থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম নন্দিতা লাহা। বয়স ১৮। যাদবপুর পার্কের কাছে মহিলা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। শুক্রবার হঠাৎই নিজের ঘরে গলায় চাদর জড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরে জাজেস কোর্ট রোডের মহিলা ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে থাকতেন নন্দিতা। শুক্রবারে তাঁর ঘরের বাকি সহপাঠীরা কেউ সেখানে ছিলেন না। সেই সুযোগেই তিনি আত্মহত্যা করেন, বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। 

Advertisement

[আরও পড়ুন: গত ১২ বছরে জনমুখী প্রকল্পের জোয়ার বঙ্গে! মোদি গ্যারান্টির পালটা তৃণমূলের ইস্তাহারে]

ঘটনার দিন নন্দিতা দীর্ঘক্ষণ ঘরের বাইরে না বেরনোয় সন্দেহ হয় হস্টেল কর্তৃপক্ষের। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেন তাঁরা। আলিপুর থানার পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, গলায় চাদর জড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন তিনি। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

[আরও পড়ুন: মাংস থেকে ফ্রায়েড রাইস, নববর্ষে মিড-ডে মেনুতে চমক]

নন্দিতার ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা, তিনি সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিলেন। কবিতা পড়তে ভালোবাসতেন। পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন। সুইসাইড নোট হাতে পাওয়ার পুলিশের অনুমান হতাশার শিকার হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন নন্দিতা। পরিবারকে খবর দিয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement