Advertisement
Advertisement

Breaking News

নেতাজির ঐতিহাসিক গাড়ি লোকসমক্ষে আনছে পরিবার

পাশাপাশি, নেতাজি রিসার্চ ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে, জার্মান অটোমোবাইল সংস্থা অডি সেডান গাড়িটির মেরামতির কাজ শুরু করেছে৷

The Car Netaji Subhas Chandra Bose Made His 'Great Escape' In is Being Restored
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 8:29 pm
  • Updated:September 9, 2016 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুকে নিয়ে আজও মানুষের উৎসাহের বিন্দুমাত্র কমতি নেই৷ তাঁর জীবন, তাঁর সংগ্রাম, তাঁর লেখাপড়া এবং চিন্তা-ভাবনা সবই মানুষকে উদ্বুদ্ধ করে৷ আর তাই এবার নেতাজির ব্যবহার করা গাড়িটিকেও সাধারণ মানুষের সামনে আনতে চায় তাঁর পরিবার৷ ১৯৪১ সালে গৃহবন্দি থাকাকালীন যে সেডান গাড়িতে চড়ে নেতাজি বাড়ি থেকে ফেরার হয়েছিলেন সেই গাড়িটিকেই মেরামত করে লোকসমক্ষে আনার প্রস্তুতি চলছে৷ জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই সাধারণের সামনে আনা হবে এই গাড়ি৷

ঐতিহাসিক গাড়িটিকে লোকসমক্ষে আনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর পরিবার৷ BLA 7169 নম্বরের সেডান গাড়িটির ইতিমধ্যেই মেরামতি শুরু হয়েছে৷

Advertisement

পাশাপাশি, নেতাজি রিসার্চ ব্যুরোর তরফ থেকে জানানো হয়েছে, জার্মান অটোমোবাইল সংস্থা অডি সেডান গাড়িটির মেরামতির কাজ শুরু করেছে৷ গাড়িটিকে রং করে এবং গাড়ির যন্ত্রাংশ বদল করে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে গাড়িটিকে৷ নেতাজি রিসার্চ ব্যুরোর সেক্রেটারি কৌশিক চক্রবর্তী জানান, “গাড়িটি যাতে ১০০-২০০ মিটার পর্যন্ত চলতে পারে সেই বিষয়টির দিকেও নজর রাখা হচ্ছে৷” যদিও গাড়িটিকে রাস্তায় চালানোর বিশেষ কোনও পরিকল্পনা নেই পরিবারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement