Advertisement
Advertisement

Breaking News

মাদক পাচার

এবার চুড়ির মধ্যে লুকিয়ে মাদক পাচার, ধৃত ১

উদ্ধার হওয়া মাদক নিষিদ্ধ মেথাকুয়ালন বলেই দাবি আধিকারিকদের৷

The anti narcotics department of kolkata police busts drug racket
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2019 6:20 pm
  • Updated:June 30, 2019 8:10 pm  

অর্ণব আইচ: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় শহরে ফের মাদকচক্রের পর্দাফাঁস৷ চুড়ির ভিতর করে মাদক পাচারের ছক কষেছিল অভিযুক্ত৷ ধৃত আবদুল রেজ্জাকের কাছ থেকে প্রচুর পরিমাণ মেথাকুয়ালন নামে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা৷

[ আরও পড়ুন: কলকাতায় চলন্ত বাসে লুকিয়ে মহিলার ছবি তোলার চেষ্টা, গ্রেপ্তার ১]

কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা খবর পান শহরে বেশ কয়েকজন নিষিদ্ধ মাদক পাচার করার চেষ্টা করছে৷ সেই অনুযায়ী শনিবার রাতে শহরের ষষ্ঠীতলা রোডে হানা দেন আধিকারিকরা৷ সেখানেই আবদুল রাজ্জাক নামে বছর সাতাশের এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ তার কাছ থেকে অন্তত ৬০টি চুড়ি উদ্ধার করা হয়েছে৷ ওই চুড়িগুলির ভিতরে করেই হংকংয়ে মাদক পাচারের চেষ্টা করছিল আবদুল৷ তদন্তকারীরা জানান, ওই ৬০টি চুড়ির ভিতরে মেথাকুয়ালন নামে একটি নিষিদ্ধ মাদক ঢোকানো ছিল৷ এক গ্রাম ওই মাদকের আনুমানিক বাজারমূল্য আট হাজার টাকা৷ ৬০টি চুড়িতে থাকা মাদকের দাম অন্তত ৫০ লক্ষ টাকা৷

Advertisement

[ আরও পড়ুন: ডাকাতি রুখতে নয়া উদ্যোগ আরপিএফের, এবার রাতের ট্রেনে থাকবে ‘নাইট হান্ট’ বাহিনী]

প্রথমে মাদক পাচারের কথা স্বীকার করেনি আবদুল রাজ্জাক৷ তবে পরে নিজের দোষ স্বীকার করে নিয়েছে সে৷ চুড়িতে মাদক ঢুকিয়ে ক্যুরিয়ার করে তা হংকংয়ে পাঠানোর ছক কষেছিল বলেই জানায় আবদুল৷ ওয়াটগঞ্জ থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ওই যুবককে আপাতত নিজেদের হেফাজতে রেখে জেরা করছে৷ এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এর আগেও শহরে একাধিকবার মাদক পাচারচক্রের পর্দাফাঁস করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা৷ কীভাবে শহরে এত মাদক পাচারকারীদের রমরমা হচ্ছে, তা নিয়ে চিন্তিত আধিকারিকরা৷ পাচারকারীদের দৌরাত্ম্য রোখার পন্থা নিয়ে চলছে ভাবনাচিন্তা৷ 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement