Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি সংগঠনের হুমকির মুখে কলকাতার পাঁচতারা

ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে জানাচ্ছে পুলিশ৷

Terrorist Group To Destroy Kolkata's Five Star Hotel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 11:09 am
  • Updated:August 14, 2016 11:09 am  

স্টাফ রিপোর্টার: এক পাঁচতারা হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উড়ো চিঠির জেরে প্রবল উত্তেজনা বিধাননগর জুড়ে৷ স্বাধীনতা দিবসে উড়িয়ে দেওয়া হবে বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেল, এই মর্মে রেজিস্ট্রি ডাকে বুধবার চিঠিটি পাঠানো হয়েছে হোটেল ম্যানেজারের উদ্দেশে৷ চিঠির নিচে এক জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করে হিন্দি বয়ানে হুমকি দেওয়া হয়েছে৷ লেখা রয়েছে ‘এই হোটেল উড়িয়ে দেওয়া হবে৷ রোক সকে তো রোক লো৷’ হুমকি চিঠিটিতে বিহারের পাটলিপুত্রের ঠিকানা দেওয়া আছে বলে জানা যাচ্ছে সূত্র থেকে৷
বুধবার এই হুমকি চিঠি পাওয়ার পর বিধাননগর কমিশনারেটে যোগাযোগ করে হোটেল কর্তৃপক্ষ৷ পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে৷ হাতে লেখা এই হুমকি চিঠিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে বিধাননগরে৷ বিষয়টি হাল্কাভাবে নিচ্ছে না পুলিশও৷ ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে জানাচ্ছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement