পুড়ছে কলকাতা। ছবি: শুভাশিস রায়।
নিরুফা খাতুন: সত্যি হল হাওয়া অফিসের পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল কলকাতার তাপমাত্রা। মোটের উপর উধাও শীতের আমেজ। তবে জেলাগুলিতে সকাল ও সন্ধেয় শীতের আমেজ জারি থাকবে আরও কয়েকটা দিন।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ আর থাকবে না। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। জেলায় জেলায় আরও কিছুদিন হালকা শীতের আমেজ থাকতে পারে সকালে ও রাতের দিকে। রবিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় উষ্ণতা আরও বাড়বে। জেলায় জেলায় দিনের বেলায় গরম অনুভূত হবে রবিবারের পর থেকে। তবে পরিষ্কার থাকবে আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, জেট স্ট্রিম রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডে। আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.