Advertisement
Advertisement

সপ্তাহের শুরুতে কমল তাপমাত্রা, তবে শীত এখনও থমকে

স্বাভাবিকের চাইতে এখনও ১ ডিগ্রি বেশি শহরের তাপমাত্রা, জানালেন আবহাওয়াবিদরা৷

Temperature is low, but it’s not winter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 9:33 am
  • Updated:December 5, 2016 9:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের গোড়াতেও শীতের দেখা নেই৷ এই আক্ষেপ ছিল শহরবাসীর৷ যা কিছুটা হলেও মিটল সোমবার সকালে৷ সপ্তাহের শুরুতেই উষ্ণতার পারদ একধাপে ২ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে৷

তবে একেই শীতের শুরু বলে এখনও মানতে নারাজ আবহাওবিদরা৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চাইতে যা এখনও ১ ডিগ্রি বেশি৷ আন্দামান উপকূলে তৈরি হওয়া নিম্নচাপকেই এর জন্য দায়ী বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা৷ তাঁদের কথায়, এর ফলেই শীতের আগমন ঘটতে এখনও কিছুটা সময় লাগবে৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement