Advertisement
Advertisement

Breaking News

Dumdum

লেভেল ক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটি, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন চলাচলে ব্যাপক দেরি

শুধু ট্রেন নয়, সড়কপথেও ব্যাপক যানজট তৈরি হয়েছে।

Technical problem at level crossing at Dumdum Cantonment, rail services delayed | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 12, 2023 2:28 pm
  • Updated:July 12, 2023 2:30 pm  

সুব্রত বিশ্বাস: লেভেল ক্রসিংয়ে (Level Crossing) যান্ত্রিক ত্রুটি। ব্যাপক সমস্যা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। শিয়ালদহ থেকে বনগাঁ, বসিরহাট শাখায় অত্যন্ত বিলম্বিত ট্রেন চলাচল। বুধবার সকাল ১০টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। দুপুর গড়িয়েও সমস্যার সমাধান হয়নি। অফিসের ব্যস্ত সময়ে এত দেরিতে ট্রেন চলায় খুব সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বুধবার সকাল প্রায় ১০টা। দমদম ক্যান্টনমেন্ট (Dumdum Cantonment) স্টেশনে লেভেল ক্রসিংটি খারাপ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির জেরে রেলকর্মীদের সেই কাজ করতে হচ্ছে। যার জেরে কাজে অত্যন্ত দেরি হওয়ায় ট্রেন চলাচল কার্যত থমকে যায়। বিভিন্ন স্টেশনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বসিরহাট শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিত্যযাত্রীরা সময়মতো ট্রেন না পেয়ে অসুবিধায় পড়েন। ম্যানুয়ালি (Manual) লেভেল ক্রসিংয়ের কাজ করায় রেলকর্মীরাও আচমকা সমস্যার মধ্যে পড়েন।

Advertisement

[আরও পড়ুন: ১৬-এ ষোল! নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবারও সিঙ্গুর দখল তৃণমূলের]

শুধু ট্রেন চলাচল নয়, ম্যানুয়ালি লেভেল ক্রসিং খোলা-বন্ধ করায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। যানজটে আটকে পড়ে বহু গাড়ি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) জানিয়েছেন, সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে লেভেল ক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটি সারানো সময়সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, শিয়ালদহ-বনগাঁ শাখায় দমদম ক্যান্টনমেন্ট গুরুত্বপূর্ণ স্টেশন। সেখানে যান্ত্রিক ত্রুটি হলে একাধিক দিক থেকে যাতায়াতে সমস্যা হওয়াই স্বাভাবিক।

[আরও পড়ুন: ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া দিল্লিতে! ফ্লাইওভারের পাশে ছড়িয়ে ছিটিয়ে মহিলার খণ্ড খণ্ড দেহাংশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement