Advertisement
Advertisement

Breaking News

TET Scam

TET পাশ না করেই মানিকের আমলে নিয়োগ! ৯৪ শিক্ষকের চাকরি বাতিল প্রাথমিক শিক্ষা পর্ষদের

কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল।

Teachers recruitment scam: Primary education board sacks 94 teachers following HC order | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:November 4, 2023 3:22 pm
  • Updated:November 4, 2023 3:22 pm  

দীপালি সেন: উৎসবের মরশুমে বাতিল ৯৪ শিক্ষকের চাকরি। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে শিক্ষকদের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরিহারা সকলেই মানিক ভট্টাচার্যের আমলে নিযুক্ত। অভিযোগ, পরীক্ষা পাশ না করেও প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন তাঁরা।

টেট পাশ না করে, সার্টিফিকেট হাতে না পেয়েও কীভাবে প্রাইমারি স্কুলের শিক্ষক পদে (Primary Teachers) চাকরি পেলেন ৯৬ জন? ওএমআর শিট (OMR Sheet) বিকৃতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সংক্রান্ত মামলায় আদালতে একটি রিপোর্ট পেশ করে। তাতেই উল্লেখ, ৯৬ জন শিক্ষক টেট পাশ না করেও চাকরিতে যোগ দিয়েছেন। তাতেই প্রশ্ন উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: ১০ লাখ থেকে ৩ বছরে ১০ কোটি সম্পত্তি শিশিরের! ‘কোন জাদুতে’, প্রশ্ন কুণালের]

আদালতে পেশ করা রিপোর্টে পর্ষদ জানিয়েছিল, ওই ৯৬ জনকে চিহ্নিত করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কমিশনের (DPSC) মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। নিজেদের নথিপত্র পেশ করার সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। বলা হয়েছিল, যদি তাঁরা সময়ের মধ্যে যথোপযুক্ত নথি দেখাতে না পারে, তাহলে কড়া ব্যবস্থা হিসেবে চাকরি বাতিল হবে ওই ৯৬ জনের। রিপোর্ট অনুযায়ী, এই ৯৬ জন টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। তাই তাঁদের চাকরি বাতিল করার সুপারিশ আদালতের। নথিপত্র প্রকাশের পর ৯৪ জনের নিয়োগে গাফিলতির অভিযোগ প্রমাণ হয়। এর পর শনিবার ৯৪ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, তাঁরা সকলেই দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের আমলে নিযুক্ত।

[আরও পড়ুন: ডিকিতে থরে থরে সাজানো নোট! বাংলায় বিপুল টাকা-সহ যাত্রীবোঝাই গাড়ি আটকাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement