ফাইল ছবি
গোবিন্দ রায়: শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের। আগামী ১৬ জুলাই পর্যন্ত তিনি প্যারোলে থাকতে পারবেন বলে শুক্রবার জানাল কলকাতা হাই কোর্ট।
গত মঙ্গলবার মৃত্যু হয় সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সুজয়কৃষ্ণ ভদ্র জেল হেফাজতে থাকায় বীণা দেবীর দেখাশুনার দায়িত্ব ছিল তাঁর মেয়ের হাতে। তবে স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেল থেকে বেরনোর অনুমতি পান শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদই এবার বাড়াল হাই কোর্ট।
এদিন উচ্চ আদালত জানায়, ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে থাকতে পারবেন সুজয়কৃষ্ণ ভদ্র। ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্সি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তবে এই ক’টাদিন তাঁর সঙ্গে ২৪ ঘণ্টার জন্য থাকবেন অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ইডি অফিসার। থাকবে কেন্দ্রীয় নিরাপত্তাও। পাশাপাশি হাই কোর্ট, এও স্পষ্ট নির্দেশ দেয়, সুজয়কৃষ্ণ ভদ্র যদি স্ত্রীর পারলৌকিক কাজের জন্য কোনও মন্দির বা অন্য কোনও স্থানে যান, তাহলে তা ১০ কিলোমিটারের মধ্যে হতে হবে। এমনকী সেখানে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা আগে তাঁকে ইডিকে জানাতে হবে। তিনি কোন সময় কী করছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য যাতে থাকে, তার জন্য রেজিস্টারে লিখিত আকারে রাখতে হবে। তাঁর বাড়ির আশপাশে কোনও ভিড় করা যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.