Advertisement
Advertisement

Breaking News

Manik Bhattacharya

ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন, মানিক ভট্টাচার্যর ছেলেকে নিয়ে নয়া তথ্য ইডির

ইডির বিরোধিতা সৌভিকের আইনজীবীর, পরবর্তী শুনানি সোমবার।

Teacher recruitment scam: ED releases new information of Manik Bhattacharya's son in Calcutta HC | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 15, 2023 5:21 pm
  • Updated:September 15, 2023 5:23 pm  

গোবিন্দ রায়: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যর ছেলেকে নিয়ে আরও তথ্য বের করল ইডি (ED)। শুক্রবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) এই সংক্রান্ত শুনানিতে ইডি জানায়, সৌভিক ভট্টাচার্যর আর্থিক আদানপ্রদান ছিল ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। সরাসরি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হতো। আদালতে এমনই তথ্য জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও সৌভিকের আইনজীবী ইডির এসব দাবির বিরোধিতা করেন। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teachers Recruitment Scam) মামলায় ইতিমধ্যেই জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর স্ত্রী ও ছেলেকেও ইডি গ্রেপ্তার করেছিল। তবে এই মামলায় তথ্য-প্রমাণের অভাবে জামিন পেয়ে যান মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। কিন্তু ছেলে সৌভিকের জামিন মেলেনি। আর সেই মামলাতেই শুক্রবার সৌভিকের বিরুদ্ধে নয়া তথ্য পেশ করল ইডি।

Advertisement

[আরও পড়ুন: সামনে শায়িত বাবার দেহ, বুক উঁচিয়ে কাশ্মীরে শহিদ কর্নেলকে স্যালুট খুদের]

ইডি আধিকারিকরা জানান, সৌভিক একটি ক্লাব কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। এই সংক্রান্ত তথ্য এদিন আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে এ বিষয়ে হলফনামা জমা দিতে প্রস্তুত বলেও জানান তাঁরা। এর পালটায় সৌভিকের আইনজীবী অভিযোগ করেন, সরাসরি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। ক্লাব বা শিক্ষাক্ষেত্রে হঠাৎ করে নতুন তথ্য আনছে ইডি, যা ভিত্তিহীন। বরং তিনি আবেদন জানান, প্রমাণের অভাবে সৌভিকের মা শতরূপাকে জামিন দেওয়া হয়েছে। এবার সৌভিককেও জামিন দেওয়া হোক। দুপক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে হলফনামা দেওয়ার অনুমতি দেন। আগামী সোমবার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: কেরলে বাড়ছে নিপা সংক্রমণ, মসজিদে শুক্রবারের নমাজে নিষেধাজ্ঞা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement