Advertisement
Advertisement

ববিতা সরকারের চাকরি বাতিল, টাকা ফেরতের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

চাকরি দিতে হবে অনামিকা সরকারকে।

teacher recruitment scam: Calcutta High Court sacks Babita Sarkar | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:May 16, 2023 12:25 pm
  • Updated:May 16, 2023 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। শিক্ষক ববিতা সরকারের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। টাকা ফেরতের নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ববিতার জায়গায় চাকরি দিতে হবে অনামিকা রায়কে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার, SSC-কে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ববিতাকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেয় আদালত। জুনের প্রথম সপ্তাহের মধ্যে দুই কিস্তিতে সুদ-সহ ১৫ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দেন বিচারপতি। ‘ভুল করেছিলেন ববিতাই’, মন্তব্য আদালতের। তবে বেতন বাবদ পাওয়া টাকা ফেরাতে হবে না ববিতাকে।   

Advertisement

[আরও পড়ুন: পর্ষদের ভুলে দু’নম্বর বেশি! এবার পরেশকন্যার জায়গায় চাকরি পাওয়া ববিতার র‌্যাঙ্কিং নিয়েও প্রশ্ন]

উল্লেখ্য, শিক্ষিকা হিসেবে কাজ শুরু করলেও অনিশ্চয়তার মুখে ছিল ববিতার চাকরি। মেখলিগঞ্জের ববিতার চাকরি অবৈধ। তাঁর অ্যাকাডেমিক স্কোর কম। তা বাতিল করা হোক, এই দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) মামলা দায়ের করেছিলেন তাঁরই এক প্রতিযোগী অনামিকা রায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। 

প্রসঙ্গত, শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা অনামিকা রায়। তিনিও ববিতা সরকারের মতোই চাকরিপ্রার্থী। সম্প্রতি জানা গিয়েছে, ববিতার অ্যাকাডেমিক স্কোরে (Academic score) ২ নম্বর বেশি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই ‘ভুলে’র জন্য ববিতা চাকরি পেয়েছেন। তার আগে অবশ্য রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল হওয়ায় ববিতা সেই স্কুলে সেই শিক্ষিকার পদেই কাজে যোগ দিতে পেরেছিলেন। এমনকী অঙ্কিতাকে এতদিনের বেতনও ফেরত দিতে হয়েছে।

[আরও পড়ুন: রাজ্যবাসীর জন্য সুখবর, পশ্চিমের জেলায় তাপপ্রবাহের মাঝেই সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস]

দেখুন ভিডিও:   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement