ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নাগরিককে হেনস্তার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ এনেছেন এক ব্যক্তি। কাঠগড়ায় জোড়াবাগান ট্রাফিক গার্ডের কর্মী। সেই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। দায়ের হল মামলা।
জানা গিয়েছে, একজন শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে জোড়াবাগান ট্রাফিক গার্ডের বিরুদ্ধে। তাঁকে বেআইনিভাবে জরিমানা করা হয়েছে। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
শিক্ষকের অভিযোগ, বেআইনি জরিমানার প্রতিবাদ করেছিলেন তিনি। এর পরই ওই ট্রাফিক সার্জেন্ট অকথ্য ভাষায় কথা বলেন। এমনকী, উদ্ধত আচরণ করেন তিনি। এর প্রতিবাদেই আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষক। এ বিষয়ে ট্রাফিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এবার প্রথম নয়, এর আগেও কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। কিছুদিন আগে হাওড়া ব্রিজে কিছু আইনজীবীকে বেআইনিভাবে জরিমানা করা হয়েছিল। যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। এবার ফের ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন আম-নাগরিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.