Advertisement
Advertisement
Haridevpur Accident

মর্মান্তিক! বেহালার পর হরিদেবপুর, ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় হাসপাতালে স্কুল পড়ুয়া

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র।

Taxi hits class two student in Haridevpur, admitted in SSKM | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 8, 2023 12:59 pm
  • Updated:August 8, 2023 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেহালার পর এবার ঠাকুরপুর। ফের শহরের ব্যস্ত রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম স্কুল পড়ুয়া। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুরের কালীতলা এলাকায় ক্যানসার হাসপাতালের সামনে। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র।

এদিন কালীতলার কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল শ্রী সত্য বাল বিহার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সমু অধিকারী। বয়স ১০ বছর। বাবা-মা অত্যন্ত দরিদ্র। তাই বছর দুয়েক আগে সন্তানকে হরিদেবপুরে বুলবুলির বাসা নামক হোমে রেখে যান। এদিন বেলা ১১ টা নাগাদ সময় জেমস লং সরণীর দিকে যাওয়া একটি বেপরোয়া ট্যাক্সি তাকে ধাক্কা মারে। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার করছিল সে। মাথায় আঘাত লাগে। হরিদেবপুর থানার এএসআই বিপ্লব সেন ট্যাক্সিটিকে পাকড়াও করেন। সেই ট্যাক্সিতেই জখম পড়ুয়াকে তুলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে এসএসকেআম হাসপাতালে ভরতি করা হয়েছে। শিশুটির মাথায় আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত চালকের নাম আশিস রা (৫৮)। স্থানীয় বাসিন্দা। সকালে ক্যানসার হাসপাতাল থেকে এক রোগীকে নিয়ে বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক, তুমুল তর্কাতর্কি চেয়ারম্যানের সঙ্গে]

ব্যস্ত সময়ে শহরের রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। যা ঘিরে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিন কয়েক আগে শুক্রবার সকালে স্কুল যাওয়ার পথে বেহালায় দুর্ঘটনায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালা চৌরাস্তায়। দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি, বাইক। ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল ডায়মন্ড হারবার রোড ও জেমস লং সরণী। এরপর শনিবার নদিয়ার পলাশিপাড়া থানার কুলগাছিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চতুর্থ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় পলাশীপাড়া থানার কুলগাছির বেতাই-পলাশি রাজ্য সড়কে। দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

[আরও পড়ুন: রাজ্যসভায় দিল্লি ‘দখলে’র লড়াই, বিতর্কিত বিলেই শক্তিপরীক্ষা ‘ইন্ডিয়া’ জোটের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement