Advertisement
Advertisement
অ্যাপ ক্যাব

ধর্মঘটের মাঝে অ্যাপ ক্যাব চালানোর জের, চালককে হেনস্তা ধর্মঘটীদের

এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে৷

Taxi drivers go off the road, violence reported during strike
Published by: Sayani Sen
  • Posted:July 1, 2019 2:28 pm
  • Updated:July 1, 2019 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে অনলাইন অ্যাপ ক্যাব ধর্মঘটের জেরে শহরে বিক্ষিপ্ত অশান্তি৷ অভিযোগ, ধর্মতলায় ক্যাব ভাঙচুর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়৷ চালকের মোবাইল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে৷

[ আরও পড়ুন: শরীর থেকে ক্রমাগত রক্তক্ষরণ, বেঁচে থাকার লড়াই বিরল রোগে আক্রান্ত খুদের]

সপ্তাহের শুরু বলে কথা, তাই অফিস ফাঁকি দেওয়ার কোনও সম্ভাবনা নেই৷ বাধ্য হয়ে অ্যাপ ক্যাব ধর্মঘটের মাঝেই রাস্তায় বেরোন এক মহিলা৷ ধর্মতলায় দাঁড়িয়ে একাধিকবার অ্যাপ ক্যাব বুক করার চেষ্টা করেন তিনি৷ তবে অভিযোগ, অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন তিনি৷ কখনও দেখেন বুকিং করা অ্যাপ ক্যাবগুলি অনেক দূরে রয়েছে৷ আবার কখনও দেখেন মাঝরাস্তাতেই বাতিল হয়ে যাচ্ছে অ্যাপ ক্যাব৷ বেশ কিছুক্ষণ চেষ্টার পর একটি অ্যাপ ক্যাব মেলে৷ তাতেই চড়ে সবেমাত্র দমদমের উদ্দেশ্যে রওনা দেন ওই মহিলাযাত্রী৷ তাঁর দাবি, আচমকাই বেশ কয়েকজন ধর্মঘটী অ্যাপ ক্যাবের দিকে ধেয়ে আসে৷ রাস্তা আটকায় তাঁরা৷ জোর করে গাড়ি থামিয়ে কাচ ভাঙচুর শুরু হয়৷ ডিভাইস ছিনিয়ে নিয়ে জোর করে যাত্রীকে ক্যাব থেকে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ৷ এমনকী, অ্যাপ ক্যাব চালকের মোবাইল কেড়ে নিয়ে তা ভেঙে দেওয়া হয়৷ চালকের আরও অভিযোগ, গাড়ি এবং মোবাইল ভাঙচুরের ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে৷ ধর্মতলার পাশাপাশি শিয়ালদহ এবং হাওড়া স্টেশনের ধর্মঘটের দিনের ছবি প্রায় একইরকম৷ 

Advertisement

[ আরও পড়ুন: এবার চুড়ির মধ্যে লুকিয়ে মাদক পাচার, ধৃত ১]

পুলিশি জুলুমের প্রতিবাদ ও ভাড়া বৃদ্ধির দাবিতে সোম এবং মঙ্গলবার ওলা-উবেরের মতো ক্যাব বন্ধ রেখেছে ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড’। ধর্মঘটের আওতায় লাক্সারি ট্যাক্সিও৷ রাজ্যে প্রায় ১৭ হাজার মতো বিভিন্ন সরকারি অফিসে ভাড়া খাটে লাক্সারি ট্যাক্সি। এই দু’দিন সেগুলিও পথে অমিল। এদিকে, মঙ্গলবার আগে থেকেই ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি অনুমোদিত ‘কলকাতা ট্যাক্সি অপারেটর ইউনিয়ন’। ফলে মঙ্গলবার রাস্তায় বেরিয়ে দুর্ভোগ আরও বিরাট আকার ধারণ করবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement