Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

‘আমার বাড়িতে ইডি ঢুকিয়েছিল সুদীপ’, বিস্ফোরক তাপস রায়

লোকসভায় হারবেন সুদীপ, বলছেন তাপস।

Tapas Roy slams Sudep Banerjee before Lok Sabha 2024 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 2, 2024 3:14 pm
  • Updated:March 2, 2024 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপস রায়ের বাড়িতে ইডি ঢুকিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়! ফের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন দলীয় বিধায়ক তাপস। দলের অন্দর থেকেই বরানগরের তৃণমূল বিধায়ক এই খবর পেয়েছেন বলে দাবি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তাপসবাবু জানান, “ইডিতে ওঁর (সুদীপ বন্দ্যোপাধ্যায়) কয়েকজন চেনাজানা আছে। তাদের দিয়ে ও এই কাজ করিয়েছে। সুদীপের বাড়িতে বসেই ঠিক হয়েছে আমার বাড়িতে ইডি আসবে।” একইসঙ্গে তাঁর পালটা প্রশ্ন. “আমার বাড়িতে কেন ইডি আসবে বলুন তো?”

দিন কয়েক ধরেই উত্তর কলকাতার তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই একাংশ। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তাপস রায়। সাংসদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন করলেন দলীয় বিধায়ক। তাঁর দাবি, “উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই তাই আমার বাড়িতে ইডি ঢোকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রিসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে।” তাঁর কথায়, “১২ তারিখ আমার বাড়িতে ইডি তল্লাশি চলছে। আর তখন উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে তৃণমূল নেতা-নেত্রীরা উল্লাস করছিলেন। অনেত যুব নেতা-নেত্রীও ছিলেন। তবে হ্যাঁ, তাঁরা প্রতিবাদও জানিয়েছিলেন।”

Advertisement

[আরও পড়ুন: ৫৫ দিন কোথায় ছিলেন, কী করছিলেন? ভবানী ভবনে লাগাতার জেরায় ‘ফাঁস’ করলেন শাহজাহান]

শুধু তাই নয়, এবার লোকসভা ভোটে (Lok Sabha 2024) সুদীপ উত্তর কলকাতার প্রার্থী হলে হারবেন বলেও দাবি করেছেন তাপস। বিষয়টি নিয়ে কি তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন? ‘অভিমানী’ তাপস বলছেন, “কী হবে কথা বলে? সবাই সব জানে! একই বিষয় ঘটবে।”

এ প্রসঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রে টিকিট দেওয়ার প্রসঙ্গও টেনে আনেন তাপস রায়। তাঁর দাবি, “সুদীপ বন্দ্যোপাধ্যায়-শান্তনু সেন এবং মুকুল রায়ের যোগসাজশেই তাপস রায়কে বরানগরে পাঠানো হয়েছিল। কারণ, ওই এলাকা বামেদের শক্তঘাঁটি ছিল। ওঁরা ভেবেছিল, আমি ওখানে জিততে পারব না। কিন্তু পর পর তিনবার ওখান থেকে বিধায়ক হয়েছি আমি।”

[আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement