Advertisement
Advertisement

তন্ময়কে ভর্ৎসনা সিপিএমের

ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে আলিমুদ্দিন সূত্রে৷

Tanmoy accused by CPM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 4:18 pm
  • Updated:June 27, 2016 4:19 pm  

স্টাফ রিপোর্টার: নির্দেশ অমান্য করে কংগ্রেসের মিছিলে যোগদানের কারণে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে প্রকাশ্যে ভর্ৎসনা করল পার্টি৷ রবিবার এক লিখিত বিবৃতি জারি করে এ কথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ প্রথমবার বাম পরিষদীয় দলের সিদ্ধান্ত অমান্য করে মিছিলে যোগ দিয়েছেন বলে প্রকাশ্যে নিন্দা করা হল তন্ময়ের৷ ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে আলিমুদ্দিন সূত্রে৷
এর পাশাপাশি না জানিয়ে মিছিলে যাওয়ার জন্য তন্ময় ভট্টাচার্যর কাছ থেকে জবাব চাইল বাম পরিষদীয় দলও৷ রবিবার এ বিষয়ে জানতে চেয়ে তাঁর কাছে ব্যাখ্যা তলব করেছেন পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ পাশাপাশি কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলনের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করে কোন অধিকারে মিছিলে যোগ দিলেন তন্ময় তা জানতে চেয়ে তাঁর কৈফিয়ত তলব করেছে উত্তর ২৪ পরগনা জেলা পার্টিও৷
শনিবার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ডাকা কংগ্রেসের মিছিলে যোগদান করার প্রশ্নে মতবিরোধ দেখা দেয় বামেদের অন্দরে৷ শরিকদের চাপে মিছিলে না যাওয়ার সিদ্ধান্ত নিতে শেষ পর্যন্ত বাধ্যই হন পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ তারপর সিপিএমের তন্ময় ভট্টাচার্যকে দেখা যায় কংগ্রেসের মিছিলে হাঁটতে৷ এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে ব্যক্তিগত উদ্যোগে মিছিলে যোগ দিয়েছেন বলে জানান তিনি৷ তবে তাঁর এই ব্যক্তিগত উদ্যোগে বেজায় চটেছেন শরিকরা৷ শনিবার প্রায় রীতি ভেঙেই তন্ময়ের প্রকাশ্য সমালোচনা করে আরএসপি৷ পরিষদীয় নেতা হিসেবে তখনই কৈফিয়ত তলবের ইঙ্গিত দিয়ে রাখেন সুজন চক্রবর্তী৷ তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তন্ময়ের নিজের দল সিপিএম থেকেই প্রকাশ্যে নিন্দা করা হল তাঁকে৷ তবে এই পদক্ষেপের ফলে শরিকদের মুখ বন্ধ করা যাবে বলে মনে করছে সিপিএমের এক অংশ৷ অন্যদিকে দলের সবুজ সংকেত নিয়েই তন্ময় কংগ্রেসের মিছিলে যোগ দিয়েছে বলে মনে করছে শরিকদের অনেকে৷ জোট রাখতে মিছিলে তন্ময়কে পাঠিয়ে সিপিএম কংগ্রেসকেও বন্ধুত্বের বার্তা দিয়ে রাখল বলে অভিমত এক শরিকের৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement