সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে। গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ধাক্কা মারল জলের ট্যাঙ্কার। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে যাত্রীদের ক্ষতি হয়নি। ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। শেষ খবর অনুযায়ী, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির অবস্থা খতিয়ে দেখছেন ডিজিসিএ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখার পরই বিমানটি যাত্রা করবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
[কনফার্ম টিকিটেও মেলেনি সিট, ট্রেনের শৌচালয়ের সামনে বসে সফর পরিবারের]
ঘড়িতে তখন রাত দুটো। কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার ভোরে যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। আচমকাই ঘটল বিপত্তি। রানওয়ে-তে ঢোকার সময়ে বিমানটিকে সজোরে ধাক্কা মারল একটি জলের ট্যাঙ্কার। বিমানে ১২৫ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, দুর্ঘটনায় বিমানটির ক্ষতি হয়েছে। তবে যাত্রীরা নিরাপদেই আছেন। দুর্ঘটনার পর বিমানটিকে তড়িঘড়ি রানওয়ে থেকে ফিরিয়ে আনেন বিমানবন্দরের কর্মীরা। কিন্তু, কীভাবে ঘটল দুর্ঘটনা? তদন্তে নেমেছে ডিজিসিএ-র আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে যান সংস্থার আধিকারিকরা। শেষ খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখার পর বিমানটি কাতারের উদ্দেশ্যে রওনা হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই দুর্ঘটনার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাঘাত ঘটেনি বলে জানা গিয়েছে।
কলকাতা বিমানবন্দরে যে এই প্রথম দু্ঘটনা ঘটল, এমনটা কিন্তু নয়। বছর তিনেক আগে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ধাক্কা মারে বিমানবন্দরেরই যাত্রীবাহী বাস। দুমড়েমুচড়ে যায় বিমানটির সামনের ডান দিকের ইঞ্জিনের একাংশ। ক্ষতি হয় ডানারও। দীর্ঘদিন বিমানবন্দরেই পড়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। শেষ পর্যন্ত সেটি বাতিল করার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
[ বাজি ফাটানো যাবে মাত্র দু’ঘণ্টা, কালীপুজোয় নয়া নির্দেশ লালবাজারের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.