Advertisement
Advertisement
Abhijit Ganguly

দিল্লির পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী হচ্ছেন?

প্রথমবার ভোটে লড়ে তমলুক থেকে সাংসদ হয়েছেন প্রাক্তন বিচারপতি।

Tamluk MP Abhijit Ganguly heads to Delhi
Published by: Paramita Paul
  • Posted:June 6, 2024 1:13 pm
  • Updated:June 6, 2024 2:51 pm

অরিঞ্জয় বোস: দিল্লির পথে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কি এনডিএ সরকারে মন্ত্রী হচ্ছেন তিনি? সেই জল্পনাই আপাতত তুঙ্গে।

গত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে বহু চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি ইস্যুতে লাগাতার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। সরকার বিরোধী রায় দিয়েছেন। তা নিয়ে শাসকদলের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এর পর আচমকাই বিচারব্যবস্থা থেকে সরে দাঁড়ান। অবসর নেন। তার দিন কয়েকের মধ্যেই বিজেপিতে যোগ দেন তিনি। প্রত্যাশামতো ভোটের টিকিটও পেয়ে যান কলকাতা হাই কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি। শুভেন্দু গড়ে তমলুক থেকে ভোটে লড়াই করেন। প্রথমবারের নির্বাচনে জিতেও যান। সংসদীয় রাজনীতিতে প্রথমবার প্রবেশ করেই এবার মন্ত্রিত্ব পাওয়ার পথে এগোচ্ছেন তিনি। দাবি ওয়াকিবহাল মহলের। তবে এ প্রসঙ্গে বলে রাখা দরকার, শুক্রবার দিল্লিতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক। সেই সময় দলের সব সাংসদকে হাজির থাকতে হবে। 

Advertisement

[আরও পড়ুন: কীভাবে জমি দখল করে টাকা হাতাতেন শাহজাহান? নয়া তথ্য ইডির চার্জশিটে]

বাংলা থেকে উনিশ সাংসদ গিয়েছিল দিল্লিতে। তবে মন্ত্রী হয়েছিলেন মোটে চারজন। পূর্ণ মন্ত্রিত্ব পাননি কেউ। এবার বাংলায় বিজেপির মোটে ১২ সাংসদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের মধ্যে জিতেছেন মোটে একজন। উপরন্তু মন্ত্রিত্ব বন্টন নিয়ে দুই শরিক টিডিপি ও জেডিইউ-র চাপ রয়েছে। পুরনো মন্ত্রীদেরও জায়গা দিতে হবে। ফলে বঙ্গীয় বিজেপি সাংসদরা আদৌ মন্ত্রিত্ব পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাত্রায় জল্পনা বেড়েছে। 

[আরও পড়ুন: মোদির শপথের দিনই কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক, জয়ী প্রার্থীদের সঙ্গেই বসবেন মমতা-অভিষেক

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement