Advertisement
Advertisement

‘সুকান্ত নিজে এসে আমাকে জেলে নিয়ে যান, ভয় পাই না’, বিজেপি রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ ফিরহাদের

ফিরহাদকেও জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত।

'Take me to jail', Firhad hakim challenges BJP state president Sukanta Majumder | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 26, 2022 2:02 pm
  • Updated:August 26, 2022 4:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা দুর্নীতিতে জড়িত সন্দেহে তৃণমূলের (TMC)একাধিক নেতা, মন্ত্রী আপাতত জেলবন্দি। এনিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির কটাক্ষের বন্যা চলছেই। বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রীতিমতো নাম উল্লেখ করে মন্তব্য করেন, কলকাতার মেয়র তথা রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)জেলে যাবেন। শুক্রবার তার পালটা দিলেন ফিরহাদ। বিধানসভার সামনে সাংবাদিক বৈঠক করে তাঁর সাফ জবাব, ”জেলে যেতে ভয় পাই না। সুকান্তবাবু নিজে আসুন, আপনার এজেন্সি নিয়ে। আপনি নিজে আমাকে ধরে নিয়ে যান জেলে। কিন্তু সম্মানহানি করবেন না।” সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও দুষলেন।

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইতিমধ্যে জেলবন্দি। একজন এসএসসি (SSC)মামলায় অভিযুক্ত সন্দেহে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন। দ্বিতীয়জন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত। তাঁদের কথা উল্লেখ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)বলেছিলেন, ”এবার হাকিমকেও জেলে ঢোকাতে হবে, ওঁকে প্রস্তুত থাকতে বলুন।” এই হুঁশিয়ারির পালটা জবাবও শুনতে হল তাঁকে। ফিরহাদ হাকিমের বক্তব্য, ”কোন মামলায় ফাঁসাবেন আমায়? আসুন আপনি আপনার এজেন্সিকে নিয়ে। আমাকে নিয়ে গিয়ে জেলে ঢোকান। ভয় নেই। কিন্তু সামাজিক সম্মানহানি করবেন না। আমরা রাজনীতি করি মানুষের কাজের জন্য। আমাদের আত্মসম্মান আছে। এসবের জন্য আমার ব্যক্তিগত অনেক ক্ষতি হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘বলিউডে শুধু স্টার রয়েছে, দক্ষিণেই আসল সিনেমা তৈরি হয়’, বিস্ফোরক অনুপম খের]

কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়েও সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ”উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনারা এসব করছেন। তৃণমূলে থাকলেই সবাই চোর আর অন্য দলে থাকলে সাধু? সুকান্তবাবুদের দলে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকলেই সবাই সাধু হয়ে যায়। বিজেপিতে কি সবাই সাধু? তাদের কারও বিরুদ্ধে কোনও তদন্ত হয় না কেন? শুধু অবিজেপি নেতাদের ধরে ধরে মামলা দেওয়া কেন?”  এরপর সুকান্তবাবুকে আরেকপ্রস্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ”আমি আদালতের নির্দেশে জেলে ছিলাম, হাসপাতালে ভরতি হয়ে থাকিনি। তাই জেলের ভয় দেখাবেন না।”

[আরও পড়ুন: দলের গঠনতন্ত্র ভেঙে দিয়েছেন রাহুল! বিস্ফোরক অভিযোগ করে কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ]

এদিন সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, ”ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়াল কেন? কোনও কোনও মিডিয়া আছে, যারা নিজের মতো করে দেখান যে আমাকে নোটিস পাঠানো হয়েছে, আমার বাড়িতে রেড চলছে। এসব কী!” এর আগেও ফিরহাদ হাকিমের গলায় এই কথা শোনা গিয়েছিল। বলেছিলেন, ”জেলে যেতে ভয় নেই, কিন্তু ইডি সামাজিক সম্মানহানি করে।”  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement