Advertisement
Advertisement

গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু, হাওড়া জেলা হাসপাতালে তুলকালাম

কয়েকঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু।

Tablet stuck in throat, 2 toddlers die in Howrah hospital

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 25, 2018 12:44 pm
  • Updated:August 25, 2018 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে পরপর দু’টি শিশুর মৃত্যু৷ মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া জেলা হাসপাতালে৷ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া৷

[প্রসবের সময় চিকিৎসকের হাতে ছিন্ন সদ্যোজাতর মাথা, মৃত্যু প্রসূতির়]

চিকিৎসায় গাফিলতির অভিযোগে বারবারই রাজ্যের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ এবার সেই তালিকায় নাম জুড়ল হাওড়া জেলা হাসপাতালের৷ শুক্রবার গভীর রাতে হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা সুদীপ কর্মকার নামে ১৪ মাসের এক শিশুকে ওই হাসপাতালে নিয়ে আসা হয়৷ প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ওই শিশুটির৷ এমার্জেন্সিতে ভরতি করা হয় শিশুটিকে৷ কিন্তু শিশুর পরিবারের অভিযোগ, রাতে কর্তব্যরত নার্স বা চিকিৎসকেরা কেউই তার চিকিৎসায় এগিয়ে আসেননি৷ চিকিৎসার পরিবর্তে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল প্রত্যেকে৷ বহুবার চিকিৎসকের কাছে গিয়ে শিশুর শারীরিক অবস্থার কথা জানান পরিজনেরা৷ হাসপাতালেরই এক নার্স তখন শিশুর মায়ের হাতে একটি ট্যাবলেট দেয়৷ সেটি খাওয়াতে যায় শিশুর মা৷ শ্বাসনালিতে আটকে যায় ওই ট্যাবলেটটি৷ ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা যায় সুদীপ৷ শুক্রবারের রাতের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে শনিবার সকালে৷ হাওড়ার চেঙ্গাইলের বাসিন্দা পাঁচ মাসের আলিয়া পারভিন অসুস্থ হয়ে পড়ে৷ তড়িঘড়ি তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ এমার্জেন্সিতে ভরতিও করা হয় শিশুটিকে৷ কিন্তু চিকিৎসক সময়মতো শিশুর চিকিৎসার কোনও ব্যবস্থা করেননি বলেই অভিযোগ৷ কিছুক্ষণের মধ্যে মারা যায় ওই শিশুটিও৷

Advertisement

[মৃত্যুর পরে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ, উত্তাল নার্সিংহোম]

কয়েকঘণ্টার ব্যবধানে একের পর এক শিশুর মৃত্যুতে উত্তেজিত হয়ে পড়েন দুই পরিবারের লোকজন৷ হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করে৷ বিশাল পুলিশবাহিনী হাসপাতাল চত্বরে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷ দুই শিশুর পরিজনদের বিক্ষোভের জেরে কিছুক্ষণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement