Advertisement
Advertisement
Kanyasree

ট্যাব দুর্নীতি থেকে শিক্ষা? জালিয়াতি রুখতে ‘কন্যাশ্রী’ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের

কী এই ৬ দফা গাইডলাইন, একনজরে দেখে নিন।

Tablet scam: West Bengal govt issues new guidelines to secure Kanyasree project
Published by: Sucheta Sengupta
  • Posted:November 21, 2024 5:47 pm
  • Updated:November 21, 2024 6:26 pm  

গৌতম ব্রহ্ম: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নিয়ে দুর্নীতিতে এই মূহুর্তে উত্তাল রাজ্য। আঁতুড়ঘর উত্তর দিনাজপুরের চোপড়া। সেখান থেকে গোটা রাজ্যে জাল ছড়িয়েছে জালিয়াতির। জেলা পুলিশ ও কলকাতা পুলিশের তৈরি SIT এনিয়ে তদন্ত করছে। রাজ্যের নানা প্রান্ত থেকে ইতিমধ্যে তদন্তকারীদের হাতে গ্রেপ্তার হয়েছে ২১ জন। এনিয়ে আলোড়নের মাঝে রাজ্যের আরও এক জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’র নিরাপত্তা নিশ্চিত করতে ৬ দফা গাইডলাইন জারি করল রাজ্য সরকারের নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর। স্পেশাল কমিশনারের জারি করা ওই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, রাজ্যের দেওয়া এই গাইডলাইন মেনে চলতে হবে সকলকে। ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি) এই মর্মে একটি এসওপি জারি করেছে। মূলত তার ভিত্তিতেই এদিন গাইডলাইন দিল নবান্ন।

নতুন গাইডলাইন অনুযায়ী

Advertisement
  • প্রথমত, প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে।
  • দ্বিতীয়ত, কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জামের সফটওয়্যার আপডেট করতে হবে।
  • তৃতীয়ত, কোনও কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয়, তবে সেই কম্পিউটারটি বাদ দিতে হবে।
  • চতুর্থত, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, অ্যান্টি রামসামওয়ার, ম্যালওয়ার, অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার ইন্সটল করতে হবে।
  • পঞ্চমত, নিয়মিত সিস্টেম স্ক্যান করতে হবে।
  • সর্বশেষ, ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ নথি বা তথ্য কোনও ওয়েবে, মেলে যেন সেভ করা হবে না।

সময়মতো এই গাইডলাইনগুলো মানা হয়েছে কিনা, তা দ্রুত জানাতে হবে এনআইসিকে। সবমিলিয়ে ট্যাব দুর্নীতির পুনরাবৃত্তি আর যাতে না হয়, সামাজিক প্রকল্পগুলির জন্য রাজ্যের কোষাগার যে অর্থ দেওয়া হচ্ছে, তা যাতে কোনওভাবে নয়ছয় না হয়, তার জন্য কড়া হল রাজ্য সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement