Advertisement
Advertisement

Breaking News

Syllabus change

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে বদল? জানা যাবে জুনে

পর্যালোচনা সিলেবাস কমিটি।

Syllabus may change for class VI to VII in West Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 11, 2024 9:50 am
  • Updated:February 11, 2024 10:17 am  

দীপালি সেন: পরিকল্পনা ছিলই। সেই মোতাবেক পাঠ্যক্রম পর্যালোচনার কাজ শুরু করে দিল স্কুল শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি তথা সিলেবাস কমিটি।  প্রথম দফায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা উচ্চপ্রাথমিক স্তরের এই তিনটি শ্রেণির প্রতিটি বিষয়ের পাঠ্যক্রম, পাঠ্যবই পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবেন। জুন মাসের মধ্যে সেই রিপোর্ট জমা করতে বলা হয়েছে তাঁদের।

নবগঠিত বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক হয়ে গিয়েছে গত ৩১ জানুয়ারি। সেই বৈঠকের আলোচ্য বিষয়বস্তুর (অ্যাজেন্ডা) তালিকাতেই ছিল পাঠ্যক্রম পর্যালোচনার বিষয়টি। উদয়নবাবু বলেন, “বৈঠকে ঠিক হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইগুলো পর্যালোচনা করা হবে। বিষয়ভিত্তিক মেন্টর ও সদস্যরা পর্যালোচনা করে জানাবেন, কোথাও কোনও পরিবর্তনের প্রয়োজন রয়েছে কি না। থাকলে কী পরিবর্তন করতে হবে, তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। যদি তাঁরা মনে করেন কোনও বদলের প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে, তাও জানাবেন।” জুন মাসে বিশেষজ্ঞ কমিটির দ্বিতীয় বৈঠক হবে।

Advertisement

[আরও পড়ুন: প্রিয় মানুষকে প্রমিস করার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৬টি বিষয়]

সেই বৈঠকেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বিশেষজ্ঞদের। সেই রিপোর্ট স্কুল শিক্ষাদপ্তরকে পাঠানো হবে। স্কুল শিক্ষাদপ্তর অনুমোদন দিলে বিশেষজ্ঞদের প্রস্তাব মোতাবেক প্রয়োজনীয় সংশোধন করে পাঠ্যবই মুদ্রনের জন্য পাঠানো হবে। সেক্ষেত্রে ২০২৫ সালেই সংশোধিত নতুন বই পাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা। তবে, গোটা ব্যাপারটাই স্কুল শিক্ষাদপ্তরের অনুমোদন সাপেক্ষ বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান। জুনের দ্বিতীয় বৈঠকে প্রাথমিকের ও নবম-দশমের পাঠ্যক্রম নিয়ে আলোচনা করতে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গিয়েছে। 

অন্যদিকে, ৩১ জানুয়ারির বৈঠকে প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে’র পাঠ্যক্রমের খসড়া নিয়েও আলোচনা হয়েছে।  জানা গিয়েছে, বৈঠকে সর্বসম্মতিতে স্থির হয়েছে, বিশেষজ্ঞ কমিটির গণিত বিষয়ের মেন্টর কৌশিক বসাকের নেতৃত্বে একটি কমিটি খসড়াটি খতিয়ে দেখবেন। এবং মার্চ মাসের মধ্যে রিপোর্ট জমা করবে সেই কমিটি।

[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার মহেশবাবুর মেয়ে, বেজায় ক্ষুব্ধ সুপারস্টার, দিলেন হুঁশিয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub